'সমঝোতা' না হলে অ্যাশেজ খেলবে না ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সমঝোতা না হলে অ্যাশেজ সফরে যাবে না ইংল্যান্ড। ইএসপিএন ক্রিকইনফোকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন এ কথা।
২৩ নভেম্বরের আগে অ্যাশেজ শুরু হওয়ার কথা নয়। তবে অক্টোবরের শেষদিকেই ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার দিকে উড়ে যাওয়ার কথা। ইসিবির ওই মুখপাত্র নিশ্চিত করেছেন, টেস্ট সিরিজ শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ম্যাচের নিশ্চয়তা না পেলে তারা সফর করবেন না।
তবে অ্যাশেজ হওয়া নিয়ে এখনও আত্মবিশ্বাসী আছে ইংল্যান্ড। অ্যাশেজ বর্জন করাটাকে ‘অচিন্তনীয়’ বলছেন ইসিবির মুখপাত্র। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) দরকষাকষি ও মতবিরোধ, বা কিছু অস্ট্রেলিয়ান ‘এ’ দলের ক্রিকেটারের সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের অস্বস্তি নিয়ে ওয়াকিবহাল আছেন তারা।
তবে ইসিবিকে সত্যিকারের সিদ্ধান্ত নিতে হতে পারে অক্টোবরের মাঝ বরাবর। সে মাসের ২২ তারিখ থেকে ইংল্যান্ড মহিলা দলের ওয়ানডে দিয়ে মহিলা অ্যাশেজ শুরু হওয়ার কথা। এর আগে অস্ট্রেলিয়া তাদের সমস্যার সমাধান না করলে ইংল্যান্ড দুইটা সফরই বাতিল করবে। আর এর ফলে আইনি বা আর্থিক বিশাল এক ধাক্কা অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য।
অক্টোবরের ১৫ তারিখ আরেকটা দিক দিয়েও গুরুত্বপূর্ণ। আগের সমঝোতা স্মারক অনুযায়ী প্রায় ৫৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ওইদিন সাবেক, বর্তমান পুরুষ ক্রিকেদারদের কাছে পাঠানোর কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার। তবে সিএ এই অর্থের অর্ধেক পরিমাণ পরবর্তী সমঝোতা স্মারকে নিয়ে যেতে চায়। এসিএ এই প্রস্তাব নাকচ করেছে অনুমিতভাবেই।
এদিকে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্ট জানিয়েছেন, অ্যাশেজ হুমকির মুখে পড়লে বিদ্যমান পরিস্থিতি সমাধানে তারা এগিয়ে আসবেন। যেহেতু অ্যাশেজ অস্ট্রেলিয়ার ইতিহাস ও সংস্কৃতির অংশ।