• " />

     

    তামিম বলছেন 'ছড়িয়ে পড়া ঘটনা' সত্যি নয়

    তামিম বলছেন 'ছড়িয়ে পড়া ঘটনা' সত্যি নয়    

    এসেক্স ইগলসের হয়ে ৮ টি ম্যাচ খেলার কথা ছিল। প্রথম ম্যাচটা খেলেছেন ৯ তারিখে, পরেরটা খেলার কথা ছিল ১৩ তারিখে। তবে তামিম ইকবাল গতকাল রাতেই এসেক্স ছেড়েছেন। হঠাৎ তাঁর এই দেশে ফেরা নিয়ে শোনা গিয়েছিল অনেক গুজব। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তামিম জানিয়েছেন, ওসব গুজব একেবারেই সঠিক ছিল না।

     

    তামিমের ফেরার পর এসেক্সের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণেই দেশে ফিরছেন তামিম। তবে সেই ফেরার কারণ নিয়ে অনেক কথাই শোনা গেছে। তামিম বলছেন, ছড়িয়ে পড়া ওই ঘটনা সত্য নয়, “আমি আমার ভক্ত অনুরাগীদের জানাতে চাই, ব্যক্তিগত কারণেই এসেক্স থেকে দেশে ফিরেছি। অনেক মিডিয়ার খবর এসেছে যে আমাদের ওপর আক্রমণ করা হয়েছিল। এটা একেবারেই সত্যি নয়। ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড আমার খুব প্রিয় একটা জায়গা। আমি নির্ধারিত সময়ের আগে দেশে ফিরলেও এসেক্সের সবাই আমার পাশে ছিল। আমার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবারো খেলতে যাবো সেখানে।”

     

     

    এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, তামিমের ফেরার ব্যাপারে বোর্ড বেশি কিছু বলবে না, “তামিম তাঁর দেশে ফেরার ব্যাপারে নিজেই বলেছেন । এই ব্যাপারে বোর্ড বেশি কিছু বলবে না।”