• " />

     

    ইরফানের সেঞ্চুরিতে প্রথম দিনটা এইচপির

    ইরফানের সেঞ্চুরিতে প্রথম দিনটা এইচপির    

    সংক্ষিপ্ত স্কোর-

    প্রথম দিনশেষে 

    এইচপি দল ৯০ ওভারে ৩১২/৬ (শুক্কুর ১০৪*, মারুফ ৮৭, বিনক্স ৩/৪৭) 


    ওয়ানডে সিরিজে এনটি একাদশের বিপক্ষে সবগুলো ম্যাচেই জয় পেয়েছিল বিসিবি হাই পারফরম্যান্স দল। মারারা ক্রিকেট গ্রাউন্ডে এনটি একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের শুরুটাও ভালোই করেছে লিটন দাসরা। ইরফান শুক্কুরের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম দিনশেষে ৬ উইকেটে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করে এইচপি দল।

     

    টসে জিতে ব্যাটিং করতে নেমে ৪৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় এইচপি দল। ১২ রান করে লিটন দাস ফেরার পর আনামুল হক ও নাজমুল হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদি মারুফ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে মারুফ আউট হলে ১৬৯ রানে ৫ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে দল।

     

    এরপর ইরফান শুক্কুর একাই দলকে টেনে নেন। সাইফুদ্দিন ও তানভির হায়দারকে নিয়ে গড়া দুইটি জুটি দলের স্কোর ৩০০ পেরুতে সাহায্য করে। ১৩৯ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন ইরফান, সাথে ছিলেন ১৭ রান করা তানভির। দিনের খেলা শেষ হওয়ার পরেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক লিটন দাস।