দ্বিতীয় দিনে ম্লান এইচপির বোলিং
সংক্ষিপ্ত স্কোর, দ্বিতীয় দিনশেষে
এইচপি ৩১২/৬ (ডিক্লে.)
এনটি ৩১৬/৩
দ্বিতীয় দিনের শুরু থেকেই বোলারদের সুযোগ দেবেন বলে ‘ওভারনাইট’ ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন এইচপির অধিনায়ক লিটন দাস। তা বোলাররা সুযোগ পেলেন বটে, লিটন আনলেন নয় বোলারকে। তবে দ্বিতীয় দিনে তানভীর হায়দার ও নিহাদুজ্জামান ছাড়া সাফল্য পাননি কেউ। সফরে প্রথমবারের মতো একটা দিন নিজেদের করে নিতে পারেনি হাই পারফরম্যান্স দল। তাদের ৩১২ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে ৪ রানে এগিয়ে গেছে এনটি আমন্ত্রিত একাদশ, এখনও আছে ৭ উইকেট।
এনটির ৮৪ রানের ওপেনিং জুটি ভেঙেছিলেন নিহাদুজ্জামান, ন্যাথান ম্যাকসুইনিকে রাব্বির ক্যাচ বানিয়ে। ৪০ করেছিলেন ম্যাকসুইনি। অধিনায়ক আলেক্সান্ডার গ্রেগরির উইকেটটা অবশ্য ২৯ রানের মধ্যেই পেয়ে গেছেন তানভীর, তাকে করেছেন বোল্ড। তবে আরে ওপেনার রায়ান হ্যাকনি ও ডিকম্যানের জুটি এরপরই।
দুজন মিলে করেছেন ৯৯ রান, হ্যাকনি সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৩ রানের জন্য। তানভীরের বলে এলবিডাব্লিউ হয়েছেন ৯৭ রানে। জ্যাকব ডিকম্যান অবশ্য ঠিকই পেয়েছেন সেঞ্চুরি, অপরাজিত আছেন ১০২ রানে। ঘুরিয়ে ফিরিয়ে রনি থেকে শান্ত, সবাইকেই বল করিয়েছেন এইচপি অধিনায়ক।
মাররারায় তিন দিনের ম্যাচের শেষদিন কাল।