বিতর্কিত 'নির্বাচন পদ্ধতি' থেকে সরে আসছে ওয়েস্ট ইন্ডিজ
বোর্ডের বিতর্কিত ওই নীতির জন্য বহুদিন দলের বাইরে ছিলেন অনেক সিনিয়র ক্রিকেটার। কিছুদিন আগেই আভাস পাওয়া যাচ্ছিল, সংকট কাটছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের, ফিরছেন গেইল-ব্রাভোরা। এবার দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ক্রিকেটার নির্বাচন পদ্ধতি কিছুটা শিথিল করা হবে।
র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ২০১৯ বিশ্বকাপে অংশ নিয়ে বাছাইপর্ব খেলতে হবে, এটা মোটামুটি নিশ্চিত। এরকম অবস্থায় দলকে যতটা সম্ভব শক্তিশালী করতে চাইছে বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলছেন, দলের সেরা পারফর্মারদের ফিরিয়ে আনতে চান তাঁরা, “ আমাদের মনে হয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার আশা অনেকটাই শেষ। আগামী ছয় মাসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ টি ওয়ানডে আছে। এরকম পরিস্থিতিতে আমাদের দলের সেরা পারফর্মারদের দরকার। এই কারণেই আগের দল নির্বাচন পদ্ধতিতে কিছুটা শিথিলতা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের স্বার্থেই ওই ক্রিকেটারদের ফিরিয়ে আনা হবে যারা নির্বাচন নিয়মের কারণে দল থেকে বাদ পড়েছেন।”
বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন বলছেন, এই নতুন নিয়মে ভালো কিছুই অপেক্ষা করছে দলের জন্য, “সিনিয়র ক্রিকেটারদের দলে ফেরত আসা সবার জন্যই ভালো। আমাদের দেশে যতজন ক্রিকেটার আছে সবাইকে কাজে লাগাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য উত্তম। ক্রিকেটাররাও নিজেদের সব উজার করে দলের জন্য খেলবেন এমনতাই প্রত্যাশা।”