স্মিথদের পাশেই আছেন গেইল
বোর্ডের সাথে তাঁর সম্পর্কটা খুব একটা ভালো নয়। গত কয়েক বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে দ্বন্দ্বের জন্য দলে নিয়মিত হতে পারছেন না। এবার ক্রিস গেইল বলছেন, স্মিথসহ অন্য ক্রিকেটারদের সাথে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চলা সংকটে তিনি ক্রিকেটারদের পক্ষেই আছেন।
প্রায় ২৩৩ জন ক্রিকেটার একরকম ‘বেকার’ হয়ে পড়েছেন। গেইল বলছেন, তিনি নিজেও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, “দুই পক্ষের টানাপোড়েনের ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানি না। কারো সাথে কথাও বলিনি। তবে আমি পরিস্থিতিটা বুঝতে পারছি। আমি এরকম অবস্থার মাঝে দিয়ে গিয়েছি ২০১৪ সালে। এই কারণেই আমি ক্রিকেটারদের পক্ষে থাকব। তারা যেন তাঁদের ন্যায্য অংশ পায় এটাই আমি চাই। এই সমস্যার দ্রুত সমাধান আশা করছি। ভবিষ্যতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের মতো আর কোনো সফর বয়কট হবে না, এটাই সবাই চায়।”
বোর্ডের সাথে আর ঝামেলায় না জড়িয়ে গেইল নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও আশাবাদী, “আমি এখন জাতীয় দলের জার্সি গায়ে খেলা চালিয়ে যেতে চাই। শরীর যতদিন সায় দেয় খেলে যাবো। ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে চাই। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।”