• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    আপোস করবেন না স্মিথরা

    আপোস করবেন না স্মিথরা    

    সময় গড়ানোর সাথে সাথে বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চুক্তি নবায়ন নিয়ে দ্বন্দ্বতা বেড়েই যাচ্ছে। চুক্তির ব্যাপার সিদ্ধান্ত না হওয়ায় সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ বলছেন, চুক্তির ব্যাপারে কোনো আপোস করবেন না তাঁরা।

    গত কয়েক মাস ধরেই দুই পক্ষের টানাপোড়ন চলছে। সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ অনেকেই তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। স্মিথও বলেছিলেন, নির্ধারিত সময়েই চুক্তি হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ফলে বেকার হয়ে পড়েন ২৩০ জন অজি ক্রিকেটার। এরকম অবস্থায় স্মিথ জানালেন, যেকোনো অবস্থাতেই চুক্তিটা নবায়ন হতে দেখতে চান, “ক্রিকেটাররা অনেকদিন ধরেই এসব ব্যাপারে কথা বলছে। আমিও তাঁদের সাথে একমত হয়ে বলতে চাই, আমরা চুক্তি নবায়নের ব্যাপারে হাল ছাড়ছি না। এই বিষয়ে কোনো আপোসও হবে না। ওয়ার্নার, ম্যাগ ল্যানিং, অ্যালেক্স ব্ল্যাকওয়েলরা প্রতিনিয়তই এটা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে। আমরা ক্রিকেটারদের স্বার্থটাই দেখছি।”

    শুধু জাতীয় দল নয়, ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্যও চুক্তিটা হওয়া জরুরী বলে মানছেন স্মিথ, “আমি নিজের কথা বলি। ২০১১ সালে যখন দল থেকে বাদ পড়ি তখন ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী অবস্থানের কারণেই আমি ফিরতে পেরেছিলাম। ঘরোয়া লিগের ক্রিকেটারদের ব্যাপারতাও মাথায় রাখতে হবে, তাঁদের জন্যও চুক্তিটা জরুরী। এটাই ভবিষ্যতে জাতীয় দলের কাজে দেবে। শুধু পুরুষ নয়, প্রমীলা ক্রিকেটাররাও এটার দাবিদার। যত দ্রুত এই সমস্যার সমাধান হবে, ক্রিকেটের জন্য ওতই ভালো। কেউই সংকট দেখতে চায় না।”