• " />

     

    এক দলে তিন ভাই!

    এক দলে তিন ভাই!    

    যমজ দুই ভায়ের একই দলে ক্রিকেট খেলার ঘটনা নতুন নয়। তবে এবার ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতো দেখল একইসাথে তিন ভাইয়ের মাঠে নামা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন সিকান্দার, আসাদ ও সাকিব জুলফিকার। 

    ২০ বছর বয়সী তিন ভাই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার। বাবা জুলফিকার আহমেদও নেদারল্যান্ডসের হয়ে খেলছেন ৯ টি ম্যাচ, যার মাঝে ছিল ২০০০ সালের আইসিসি ট্রফিও। বাবার পদাঙ্ক অনুসরণ করেই তিন ভাই এগিয়ে গেছেন। সিকান্দারের অভিষেক হয়েছে আগেই। আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় বাকি দুই ভাইয়ের।

    ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তিন ভাইকে। ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত আসাদ করেছেন ১৫, সাকিব করেন ১১ রান। সিকান্দার অবশ্য ৪১ রান করে দলকে পৌঁছে দেন ১৮২ রানে। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে আরব আমিরাত।