'অবসরের আগে একটা হলেও টেস্ট খেলতে চাই'
বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়ে অনেকদিন দূরে ছিলেন জাতীয় দল থেকে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনায় আবারো ফেরার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। গেইল বলছেন, ক্যারিয়ার শেষ হওয়ার আগে একবার হলেও টেস্ট খেলতে চান।
শেষবার ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে নেমেছিলেন। এরপর পেরিয়ে গেছে ৩ বছর। গেইল বলছেন, বিদায়ী টেস্টটা তাঁর প্রাপ্য, “আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা পোশাকে খেলার স্বপ্ন দেখতাম। অভিষেকের পর এই ফরম্যাটে অনেক পরিশ্রম করেছি। দুটা ট্রিপল সেঞ্চুরি ও ৪০ এর ওপরে গড়ই বলে দেয় আমি এই ফরম্যাটের যোগ্য কিনা। আমি জানি না সুযোগ পাবো কিনা, কিংবা আমার শরীরও সায় দেবে কিনা। তবে আমি শেষ একটা টেস্ট খেলতে চাই। এটা দারুণ ব্যাপার হবে!”
ক্রিকেট বোর্ডের সাথে তাঁর সম্পর্কের টানাপোড়ন কারো অজানা নয়। গেইল মনে করিয়ে দিলেন, তাঁর অবদানেই বদলে গেছে দেশটির ক্রিকেট, “আমি কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজের পুরো ক্রিকেট কাঠামোই বদলে দিয়েছি। আমার জন্য অনেক কিছুই সম্ভব হয়েছে দলে। এটার জন্য আমাকে ধন্যবাদ জানানো উচিত। আর দায়িত্বটা তো শুধু আমার একার না, অন্যদেরও এটার জন্য এগিয়ে আসতে হবে। আমার সাধ্যের মাঝে সবটুকুই করেছি, সামনে সুযোগ পেলে আরও করব। একজন ক্রিকেটার হিসাবে এটা আমার দায়িত্ব।”