• " />

     

    দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন পিটারসেন!

    দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন পিটারসেন!    

    ইংল্যান্ডের সঙ্গে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে কেভিন পিটারসেনের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আবার খেলার সম্ভাবনা নাকচ করে দেননি তিনি। তিনি খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার হয়ে, ২০১৯ সালের বিশ্বকাপে! যে বিশ্বকাপ আবার হবে ইংল্যান্ডেই! 

    ৩৭ বছর বয়স্ক ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে শেষ খেলেছেন ২০১৪ সালের অ্যাশেজে। এ বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার মতো যোগ্যতা হবে তার। টকস্পোর্টকে দেয়া এক সাক্ষাতকারে পিটারসেন বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমি আগামী দুই বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবো। অস্ট্রেলিয়া, পাকিস্তানেও খেলবো। সারের হয়ে (এবার) খেলবো ইংল্যান্ডে। তবে আমি আফ্রিকায় বাড়ি বানাচ্ছি, পরিবারের সঙ্গে এ বছর ইংল্যান্ডেই কাটাবো। তবে আগামী বছর থেকে ইংল্যান্ডে থাকবো না আর।’ 

    ‘আর তারপর ৩৯ বছর বয়সে গ্রীষ্মে আমি শুধুই গা-গরম করতে ভাল লাগবে না।’ 

    তিনি খেলা চালিয়ে যাবেন কিনা, এ বিষয়ে ‘চাপ’ দেয়া হলে পিটারসেন বলেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবো!’ 

    ‘এটা একটা সম্ভাবনা। যাই ঘটুক না কেন, আমাদেরকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি শুধু ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিই প্রতিজ্ঞাবদ্ধ। সামনে চরম ব্যস্ত একটা শীত আসছে আমার জন্য। আমি ঠিক জানি না, দেখা যাক!’ 

    সারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন পিটারসেন, বুধবার এসেক্সের সঙ্গে ৩৫ বলে ১ চার ও ৫ ছয়ে করেছেন ৫২ রান। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এটিই হবে তার শেষ মৌসুম। 

    পিটারসেনের দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সম্ভাবনার কথা জানিয়ে টুইট করেছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানও।