জিম্বাবুয়ের সঙ্গেই আফগানদের প্রথম টেস্ট?
টেস্ট স্ট্যাটাস পাওয়াটা ছিল স্বপ্নপূরণ। সেই স্বপ্নপূরণেই আরেকধাপ এগিয়ে যাচ্ছে যেন আফগানিস্তান। শোনা যাচ্ছে, এ বছরের শেষদিকেই প্রথমবার টেস্ট খেলতে নামবে আফগানরা। তাদের প্রতিপক্ষ হতে পারে জিম্বাবুয়ে।
যদিও দুই দলের কেউই এখন পর্যন্ত কিছু নিশ্চিত করেনি, তবে আগামী বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের আগেই জিম্বাবুয়ে খেলতে পারে আফগানদের সঙ্গে। জিম্বাবুয়ে নিজেও যেন নতুন করে খেলছে টেস্ট ক্রিকেট। স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এসে পারফরম্যান্সটাও উজ্জ্বল বেশ। শ্রীলঙ্কার সঙ্গে সাম্প্রতিক সিরিজে জিতেছে ওয়ানডে, জেতার খুব কাছ থেকে ফিরে এসেছে টেস্টেও।
আর ইন্টারকন্টিনেন্টাল কাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তানও, গত ২২ জুন। দীর্ঘদিন আরব আমিরাতে নিজেদের ক্রিকেট শিবির গড়ে তোলা আফগানদের নতুন ঠিকানা ভারতের গ্রেটার নদীয়া।
ভেন্যু বা প্রতিপক্ষ, ঠিক হয়নি কিছুই। তবুও, সেই দিনটার অপেক্ষাতেই নিশ্চয়ই আছেন আফগানরা। যেদিন তাদের অধিনায়ক ইতিহাসে প্রথমবার নামবেন টেস্টে টস করতে! শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ক্রিকেটারদের টেস্ট খেলার চেয়ে বড় ঘটনা আর কিইবা হতে পারে!