মেয়েদের ইউরোতে নেদারল্যান্ডসের 'প্রথম'
ম্যাচের নির্ধারিত সময়ের বাকি আর এক মিনিট। ডিবক্সের ভেতর শেরিদার বাড়ানো বল পেলেন ভিভিয়ান মেদেমা। ডান পায়ের জোরালো এক শটে বল জালে জড়ালেন। পুরো নেদারল্যান্ডস দল, কোচিং স্টাফরা ছুটে এলেন চারপাশ থেকে, মেদেমাকে ঘিরে তখনই শুরু হয়ে গেলো শিরোপা জয়ের উল্লাস। জমজমাট এক ফাইনালে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রমীলা ইউরো চ্যাম্পিয়নশিপ জিতল নেদারল্যান্ডসের মেয়েরা।
ঘরের মাঠে ৬ মিনিটের মাথায়ই পিছিয়ে পরে ডাচরা। পেনাল্টি থেকে ডেনমার্ককে এগিয়ে দেন নাদিয়া নাদিম। সমতা ফেরানোর জন্য বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসের। চার মিনিট পরেই সমতা আনেন মেদেমা। ২৭ মিনিটে লিক মার্টেনসের দারুন এক গোলে এগিয়ে যায় ডাচরা। ৬ মিনিট পরে আবারো ম্যাচে সমতা ফেরান পারনিল হার্ডার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৫১ মিনিটে শেরিদা স্পিটসের অসাধারণ এক ফ্রি কিকে ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস। ম্যাচের বাকি সময়টা সমতা আনার বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ডেনমার্কের মেয়েরা। ৮৯ মিনিটে মেদেমার ওই গোল তাঁদের কফিনে শেষ পেরেকটাও ঠুকে দেয়।
নেদারল্যান্ডসের এই জয়ে ২২ বছর পর নতুন চ্যাম্পিয়ন দেখল মেয়েদের ইউরো। অন্যদিকে এটাই ডাচ মেয়েদের ইতিহাসের সেরা সাফল্য। এর আগে ২০০৯ সালের ইউরো সেমিফাইনালে উঠেছিল তাঁরা।