দক্ষিণ আফ্রিকার কোচ হচ্ছেন গিবসন
দক্ষিণ আফ্রিকার পরবর্তী কোচ হতে যাচ্ছেন ওটিস গিবসন। রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা নবায়ন করা হয়নি, ডু প্লেসিদের কোচ খোঁজা শুরু হয়েছে তখন থেকেই। গিবসনই ছিলেন প্রথম পছন্দ, ইএসপিএনক্রিকইনফো বলছে, কয়েকদিনের মাঝেই আফ্রিকার প্রধান কোচ হিসেবে এই ওয়েস্ট ইন্ডিয়ানকে ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে আছেন গিবসন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে বার্মিংহামের প্রস্তুতি ক্যাম্পে তার যোগ দেয়ার কথা আগামী সোমবার। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে, গিবসনকে আসলে ছাড়তেই হবে, তাই তারাও চাইছে যতো দ্রুত সম্ভব সবকিছু চূড়ান্ত করে ফেলতে।
ইংল্যান্ডের আশা অবশ্য ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ পর্যন্ত গিবসনকে রাখার। তবে দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট সিরিজ শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে, বাংলাদেশের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার চাওয়া, তার আগেই প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন গিবসন। ইংল্যান্ড বোর্ডও বুঝতে পেরেছে, তাদের বোলিং কোচের চেয়ে আফ্রিকার প্রধান কোচের দায়িত্বটাই বেশি পছন্দ গিবসনের। সেক্ষেত্রে তাকে ছাড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার আগেই। এজবাস্টনের প্রথম টেস্টই তাই হতে পারে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে গিবসনের শেষ টেস্ট। ক্ষতিপূরণ সংক্রান্ত আলোচনাতেই এখন দ্রুত সমঝোতায় পৌঁছাতে হবে দুই বোর্ডকে।
গিবসনের শূন্যস্থান পূরণ করতে পারেন মিডলসেক্সের বোলিং কোচ ও সাবেক ইংলিশ পেসার রিচার্ড জনসন। বোলার-কোচ হিসেবে অন্তর্বর্তীকালিন দায়িত্ব পালন করতে পারেন জেমস অ্যান্ডারসনও।