আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন হিগুয়াইন
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এর আগে প্রীতি ম্যাচ খেললেও প্রতিযোগিতামূলক কোন টুর্নামেন্টে এটিই সাম্পাওলির প্রথম পরীক্ষা। নতুন ঘোষণা করা ২৩ জনের দলে জায়গা হয়নি জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের।
সেপ্টেম্বরের ১ ও ৬ তারিখ উরুগুয়ে এবং ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৫ নম্বরে আছে লা আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচ থেকে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে পারলে রাশিয়া বিশ্বকাপের টিকেট অনেকটাই নাগালের ভেতর চলে আসবে দুইবারের বিশ্বজয়ীদের। তবে হেরে গেলে বাদ পড়াও নিশ্চিত হয়ে যেতে পারে!
আক্রমণভাগে লিওনেল মেসি, আগুয়েরো, দিবালার সাথে জায়গা হয়েছে ইকার্দি ও হোয়াকিন কোরেয়ারও। আর্জেন্টিনার জার্সি গায়ে গত কয়েক ম্যাচে এভার বানেগা নিষ্প্রভ থাকলেও তিনিও আছেন মিডফিল্ডে। জায়গা হয়েছে কয়েকদিন আগে এসি মিলানে যোগ দেয়া লুকাস বিলিয়ারও। মিডফিল্ডে ডি মারিয়া, আগুস্তো ফার্নান্দেজের সাথে আছেন পিএসজির হাভিয়ের পাস্তোরেও।
সাম্পাওলির ডাকা দলে রক্ষণ আছে অনেকটা আগের মতোই। মাসচেরানো, অটামেন্ডিদের সাথে মেরকাদো, পারেহা, ফাজিওর জায়গা হয়েছে।
গোলকিপারঃ রোমেরো, গুজমান, রুল্লি
ডিফেন্ডারঃ মাসচেরানো, মেরকাদো, ফাজিও, অটামেন্ডি, পারেহা
মিডফিল্ডঃ বানেগা, বিলিয়া, ফার্নান্দেজ, ডি মারিয়া, পাস্তোরে, পারেদেস, আকুনা, লানজিনি, সালভিও, পিজারো
স্ট্রাইকারঃ মেসি, আগুয়েরো, দিবালা, ইকার্দি, কোরেয়া