• " />

     

    ছয় বলে ছয় উইকেটের 'পারফেক্ট' ওভার!

    ছয় বলে ছয় উইকেটের 'পারফেক্ট' ওভার!    

    আগের দুই ওভারে নেই একটি উইকেটও। পরের ওভারে বোলিং করতে এসে লুক রবিনসন প্রথম তিন বলেই নিলেন তিন উইকেট, তিনটিই বোল্ড। হয়ে গেল হ্যাটট্রিক, নাম্বার এক। রবিনসন থামলেন না। শেষ তিন বলে নিলেন আরও তিন উইকেট, এ তিনটিও বোল্ড! ‘ডাবল’ হ্যাটট্রিক হয়ে গেল, রবিনসন ক্লাবের ইতিহাসে ঢুকে গেলেন, চলে এলেন শিরোনামে! 

    ১৩ বছর বয়সী রবিনসন এ কান্ড ঘটিয়েছেন ইংল্যান্ডের এক ক্লাবের হয়ে। ফিলাডেলফিয়া অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচ ছিল ল্যাংলি পার্কের সঙ্গে। ডারহামের কাছাকাছি ১৪৯ বছরের পুরোনো ক্লাবে ঘটেছে এ ঘটনা। লুকের সঙ্গে একই দলে ছিলেন তার ছোট ভাই ১০ বছর বয়সী ম্যাথিউ। মা হেলেন ছিলেন স্কোরিংয়ের দায়িত্বে, দাদা গ্লেন ছিলেন দর্শকসারিতে। তবে লুকের কীর্তিটার সবচেয়ে ‘বড়’ সাক্ষী বনে গেছেন তার বাবা, স্টিফেন। তিনি যে ছিলেন আম্পায়ার, লুকের ওই ওভারে আবার ছিলেন সে প্রান্তেই! 

    ফিলাডেলফিয়ার সিনিয়র ক্রিকেটার স্টিফেন, জুনিয়রদের কোচিং-ও করান। ‘প্রথম দুই ওভারে উইকেট না পাওয়ার পর সে আসলে বোলার পরিবর্তন করতে বলছিল, যাতে ইনিংসের শেষে সে আবার বোলিং করতে পারে। কিন্তু আমি তাকে বোলিং চালিয়ে যেতে বলেছিলাম, তারপর সে যেটা করলো, সেটা স্রেফ একটা প্রদর্শনী। এটা ছিল পূর্ণাঙ্গ এক ওভার’, ছেলের কীর্তি যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি!  

    লুক অবশ্য বেশ ভাল কোচদের অধীনের বড় হয়েছেন। ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচ জিওফ কুক বা সাবেক ডারহাম বোলার নেইল কিলিনের সান্নিধ্যও পেয়েছেন তিনি। তবে তাদেরও হয়তো ধারণা ছিল না, সেদিন লুক ল্যাংলির সঙ্গে ম্যাচে যা করেছেন! 

    বাবা স্টিফেনের মতে যেটা ছিল ‘পরাবাস্তব এক ব্যাপার’!