• " />

     

    ইংল্যান্ডের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

    ইংল্যান্ডের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ    

    ঘরের মাটির বিশ্বকাপে সেমিফাইনালেই থেমে গিয়েছিল মিরাজদের স্বপ্নদৌড়। যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিলেন, তারাই হয়েছিল চ্যাম্পিয়ন। সেই ওয়েস্ট ইন্ডিজ পরের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। 

    টেস্ট খেলুড়ে ১০টি দেশের(আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে) সঙ্গে গতবার সহযোগী দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা নামিবিয়া সরাসরি খেলবে এ বিশ্বকাপে। বাকি পাঁচটি দেশ এসেছে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে। 

    গ্রুপ ‘সি’-তে সাইফ, আফিফদের সঙ্গী ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডা। ১৩ জানুয়ারির টউরাঙ্গার বে ওভালে হবে উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচও ওদিন, ক্রাইস্টচার্চে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। 

    চারটি গ্রুপের শীর্ষ দুইটি করে দল যাবে সুপার লিগে। বাকি আটটি দল খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপে। 

    নিউজিল্যান্ডের চারটি শহর ক্রাইস্টচার্চ, কুইনসটাউন, টউরাঙ্গা ও ওয়াঙ্গারেইয়ের সাতটি ভেন্যুতে হবে এ টুর্নামেন্ট। ফাইনাল বে ওভালে, ৩ ফেব্রুয়ারি।