• ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    ক্রিকেটে ফিরছেন স্টেইন

    ক্রিকেটে ফিরছেন স্টেইন    

    প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধের ইনজুরির কারণে ডেল স্টেইনের ক্যারিয়ারও পড়েছিল শঙ্কার মুখে। এবার ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন স্টেইন। আগামী মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দল টাইটানসের সাথে চুক্তি করেছেন তিনি। আশা করছেন, জাতীয় দলেও ফিরবেন দ্রুতই।

    ২০০৩ সালে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল এই টাইটানসেই। গত সাত বছর ধরে অবশ্য কেপ কোবরার হয়ে খেলেছেন স্টেইন। স্টেইন দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান, “দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুবিধা হচ্ছে, নিজের ইচ্ছামতো ক্লাব বাছাই করা যায়। টাইটানসের হয়ে খেলাটা আমার জন্যই ভালো হবে। এখানেই ক্যারিয়ারের শুরু করেছিলাম। নিজের ফিটনেস নিয়ে কাজ করছি। ইনজুরিটা এখন অনেকটাই দূর হয়েছে। দুই-তিন সপ্তাহের মাঝেই নিজের প্রথম ম্যাচ খেলব আশা করি। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। আশা করি জাতীয় দলের জার্সি গায়েও ফিরতে পারব।”

     

     

    সামনেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পরাজয়ের পর ডু প্লেসি বলেছিলেন, সাদা পোশাকে স্টেইনের ফেরার আশা এক রকম ছেড়েই দিয়েছেন। স্টেইনের এরকম ঘরোয়া ক্রিকেটে ফেরা কিছুটা হলেও হয়তো আশার জাগাবে ডু প্লেসিদের।