পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ?
২০০৯ সালে লাহোর আক্রমণের পরই কার্যত পাকিস্তান থেকে নির্বাসনে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। দুই বছর আগে জিম্বাবুয়ে ছাড়া আর কোনও আন্তর্জাতিক দলও যায়নি সেখানে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি অবশ্য জোর চেষ্টা চালিয়েছে অনেক দলকে নিয়েই। ‘সেখানে সফরে যায়নি’ বলে বাংলাদেশ সফরও বাতিল করেছিল তারা। এবার পাকিস্তান পাচ্ছে সবুজ সংকেত, তাদের ‘ত্রাতা’ হয়ে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ, পিসিবি জানাচ্ছে এমনই।
Twenty20 Series - Windies vs Pakistan late November https://t.co/loHWiGBmpO
— CricketWestIndies (@westindies) August 21, 2017
‘পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেপ্টেম্বরে আইসিসি বিশ্ব একাদশের লাহোরে খেলার নিরাপদ পরিসমাপ্তি ও আইসিসির পৃষ্ঠপোষকতায় নিরাপত্তা দলের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে এটা’, ওয়েস্ট ইন্ডিজের দেয়া এই বিবৃতির কথা জানানো হয়েছে পিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রধান ডেভ ক্যামেরন ও পিসিবি প্রধান নাজাম সেঠির আলোচনার পরই এ বিবৃতি দেয়া হয়েছে। উভয়পক্ষই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে।
সেপ্টেম্বরে টেস্ট দলগুলো থেকে ‘শীর্ষ’ ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল ‘বিশ্ব একাদশ’ নামে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলবে। আজ পাঞ্জাব সরকার সে দলের জন্য ‘প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি’র অনুমোদন দিয়েছে। তিনদিনের মাঝেই সেই একাদশের দল ঘোষণা করা হবেও বলে জানানো হয়েছে।