• " />

     

    পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর?

    পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর?    

    আগামী বছর বেশ ব্যস্ত একটা সূচি থাকার কথা ছিল বাংলাদেশের। এবার বোধহয় মিলছে একটু ফুসরত। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরটা পিছিয়ে হতে পারে জুলাইয়ে। আগামী মার্চে বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ার কথা, বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের আটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হতে পারে সে টুর্নামেন্ট। 

    ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উভয়েই সেই সফরের সূচি বদলানোতে রাজি হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের পর ওয়েস্ট ইন্ডিজে যাবে শ্রীলঙ্কা, জুন মাসে। এরপর বাংলাদেশ সিরিজ, তারপর ক্যারিবীয় প্রিমিয়ার লিগ দিয়ে তাদের ঘরের মৌসুম শেষ হবে। 

    ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের অস্ট্রেলিয়া সিরিজের পরই বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকায়, সে সফর চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। নভেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে বিপিএল, ডিসেম্বর-জানুয়ারির দিকে আসার কথা শ্রীলঙ্কার। এরপর বাংলাদেশ যাবে শ্রীলঙ্কায়, সেখানে নিদাহাস ট্রফি হওয়ার কথা আগামী বছরের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এরপর আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। 

    ওয়েস্ট ইন্ডিজ সফর পিছিয়ে যাওয়ার মানে, এপ্রিল থেকে জুলাইয়ের মাঝের বিরতিটা কাজে লাগবে বাংলাদেশের।