বাউন্সি উইকেট বলেই দলে মাহমুদউল্লাহ
শততম টেস্টের আগে বাদ পড়েছিলেন দল থেকে। মাহমুদউল্লাহজকে দেশে ফিরিয়ে আনা নিয়েও ওই সময় কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত বোর্ড প্রধানের হস্তক্ষেপে থেকে গেছেন দলের সঙ্গেই। তবে টেস্টে আর খেলা হয়নি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য সেটা যথেষ্ট হয়নি। এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, মাহমুদউল্লাহকে তিনি নিজেই চেয়েছিলেন দলে। দক্ষিণ আফ্রিকার বাউন্সি কন্ডিশনের কথা ভেবেই ডাকা হয়েছে তাঁকে।
দুই বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। টেস্ট ক্যারিয়ারে মাহমুদউল্লাহর একমাত্র সেঞ্চুরিও নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া। তবে দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট খেলা হয়নি মাহমুদউল্লাহর। তারপরও তাঁর ক্ষেত্রে বাউন্সি উইকেটে সহজাত সামর্থ্যের সঙ্গে অভিজ্ঞতার ব্যাপারটাও মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন, ‘এখানে রিয়াদকে দলে নিয়েছি কারণ আমরা চিন্তা করেছি বাউন্সি উইকেটে ও ভালো ব্যাট করতে পারে। যেখানে বল তাড়াতাড়ি ব্যাটে আসতে পারে। সিনিয়র কাউকে নেওয়ার কথা চিন্তা করেই ওকে নেওয়া হয়েছে।’
টেস্টে ফর্মটা অবশ্য অনেকদিনই পক্ষে নেই। সর্বশেষ দশ টেস্টে কোনো ফিফটি নেই, একমাত্র সেঞ্চুরি তো সেই সাত বছর আগের। তবে মিনহাজুল আবেদীন আত্মবিশ্বাসী, মাহমুদউল্লাহ এবার নিজেকে ফিরে পাবেন, ‘এটা পার্সোনালি আমিই চেয়েছি। বাউন্সি উইকেটে ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওখানে ও ভালো করবে। সেজন্যই ওকে ডাকা।’
মাহমুদউল্লাহ প্রধান নির্বাচকের সেই আস্থার প্রতিদান দিতে পারবেন কি না, জানা যাবে সময় হলেই।