• " />

     

    'মনে হচ্ছিল কোনো সিনেমার মধ্যে আছি!'

    'মনে হচ্ছিল কোনো সিনেমার মধ্যে আছি!'    

    সব জল্পনা কল্পনা শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বিশ্ব একাদশ। নজিরবিহীন নিরাপত্তার মাঝেই আজ লাহোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ডু প্লেসির নেতৃত্বাধীন দলটি। ডু প্লেসি বলছেন, নিরাপত্তার অবস্থা দেখে মনে হচ্ছে, তিনি কোনো সিনেমার মধ্যে আছেন!

     

    আট বছর আগে শ্রীলংকা ক্রিকেট দলের বাসে সেই সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে আছে পাকিস্তান। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কম চেষ্টা চালায়নি পিসিবি। পাকিস্তান যে ক্রিকেট খেলার জন্য ‘নিরাপদ’, সেটা প্রমাণ করতেই বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের সমন্বয়ে তৈরি করা একাদশের বিপক্ষে সিরিজ আয়োজন করা হয়েছে। প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এই একাদশ পাকিস্তানে এসেছে। 

     

    পাকিস্তানে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা দেখে খানিকটা বিস্মিতই হয়েছেন ডু প্লেসি, “বিমানবন্দরে পা রাখার পর থেকেই ব্যাপারটা দেখছি। এরকম নিরাপত্তা হয়তো দলের কেউ খুব একটা দেখেনি। আমার তো মনে হচ্ছিল আমরা কোনো সিনেমার ভেতর আছি! গত ২৪ ঘণ্টা সবাই একটু ঘোরের মাঝে ছিল। ধীরে ধীরে সেটা স্বাভাবিক হয়ে আসছে।”

     

     

    পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা অধিনায়ক, “একজন ক্রিকেটার সবসময় চায় তার আশেপাশের পরিবেশ স্বাভাবিক থাকুক। এখানকার নিরাপত্তার সাথে সংশ্লিষ্টরা আমাদের এটা দিতে পেরেছেন। প্লেনে ওঠার পরেই সব শঙ্কা দূর হয়েছে। আমরা শুধু ক্রিকেটে মনোযোগ দিতে চাই।”

     

    বিশ একাদশের হয়ে খেলতে আসাটা গর্বের বলেই মানছেন ডু প্লেসি, “বিশ্ব একাদশের হয়ে খেলতে পারাটা দারুণ। প্রতিদিন এরকম সুযোগ আপনার সামনে আসবে না। আমরা পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখানকার ক্রিকেটার, সমর্থকরা মাঠে খেলা দেখতে চায়। আমরাও তাদের আনন্দ দিতে চাই।”

     

    রাতে ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। বিশ্ব একাদশে আছেন বাংলাদেশের তামিমও।