ওজন না কমালে খেলতে পারবেন না তেভেজ
ইনজুরির কারণে চাইনিজ লিগের এই মৌসুমের অর্ধেকের বেশি খেলায় বেঞ্চে বসে কাটিয়েছেন। সুস্থ হলেও নিজের ফিটনেসটা একেবারেই ধরে রাখতে পারছেন না কার্লোস তেভেজ। এবার সাংহাই শেনহুয়া ক্লাবের কোচ হু জিনহুই বলেছেন, বাড়তি ওজন না কমালে খেলতে পারবেন না তেভেজ।
বোকা জুনিয়রস থেকে চাইনিজ ক্লাব সাংহাইতে যোগ দিয়েছিলেন এই বছরের মার্চে। ৬ মাসে ক্লাবের হয়ে খেলেছেন মাত্র ১২ ম্যাচ, করেছেন ২ গোল। হু জিনহুইয়ের মতে, ‘মুটিয়ে’ যাওয়া তেভেজকে একাদশে নেওয়া সম্ভব হচ্ছে না, “তাকে আমি এখনই দলে নিতে পারছি না। সে শারীরিকভাবে ফিট নয়, ম্যাচ খেলার জন্যও ফিট নয়। ফ্রেডি গুয়ারিনের মতো তার ওজনও অনেক বেশি। কোচ হিসেবে দল ও ফুটবলারদের সব দায়ভার আমাকেই নিতে হবে।”
হু জিনহুই বলছেন, তেভেজ যতদিন শতভাগ ফিট না হবেন ততদিন দলের বাইরেই থাকতে হবে, “যদি আপনি মাঠে শতভাগ দিতে না পারেন, তাহলে সেই খেলার কোনো মানেই নেই। আর এরকম ফুটবলারকে দলে নেওয়ারও কোনো কারণ নেই। আমি অনেক বড় মাপের ফুটবলারদের কোচ ছিলাম। কখনোই তারকাখ্যাতির কথা মাথায় রেখে কাউকে দলে সুযোগ দেইনি। তেভেজের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না।”
গুঞ্জন উঠেছে, চীনে নাকি একেবারেই মানিয়ে নিতে পারছেন না তেভেজ। এই বছরের ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার সাথে সাথেই নাকি আর্জেন্টিনায় ফিরবেন তিনি।