বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না ফিল্যান্ডার
গত কয়েক মাসে তার ফিটনেস নিয়ে কম কথা হয়নি। নিজেকে ফিট না রাখতে পারলে দল থেকে বাদ পড়তে পারেন, এমনটাও শুনতে হয়েছিল। এবার ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা পেসার ভার্নন ফিল্যান্ডার।
ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের আগে ইনজুরিতে পড়েছিলেন, খেলা হয়নি চতুর্থ টেস্ট। গত সাত সপ্তাহে কিছুটা সুস্থ হলেও এখনো মাঠে নামার মতো অবস্থা হয়নি ফিল্যান্ডারের, জানালেন দলের মেডিকেল কমিটির প্রধান শোয়াইব মানজ্রা, “সে ইনজুরি থেকে ভালোভাবেই ফিরে আসছে। অনুশীলনও করতে পারছে। কিন্তু এখনই আমরা তাকে জাতীয় দলের হয়ে মাঠে নামাতে চাই না। প্রথম টেস্টে সে থাকছে না, দ্বিতীয় টেস্টে আশা করি তাকে নামানো হবে।”
দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে ফিল্যান্ডারকে, বলছেন মানজ্রা, “আমাদের নিয়ম হচ্ছে দলে ফেরার আগে আপনাকে ঘরোয়া ক্রিকেটের দুই একটি ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে। পুরোপুরি ফিট থাকলেই কেবল মাত্র তাকে দলে নেওয়া হবে।”
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্ট। সেদিনই শুরু হবে প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় রাউন্ড। কোবরার হয়ে মাঠে নামবেন তিনি। সেখানে নিজের ফিটনেসের পরীক্ষা দিয়েই ৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করবেন ফিল্যান্ডার।