• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে নেই মরিসও

    বাংলাদেশের বিপক্ষে নেই মরিসও    

    ফিটনেসের কারণে প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন ফিল্যান্ডার। এবার দক্ষিণ আফ্রিকার জন্য এলো আরেকটি দুঃসংবাদ। ইনজুরির কারণে পুরো টেস্ট সিরিজেই মাঠের বাইরে থাকতে হবে অলরাউন্ডার ক্রিস মরিসকে।

    পিঠের ইনজুরিটা ইংল্যান্ড সিরিজ থেকেই ভোগাচ্ছিল। সিরিজের শেষ টেস্টে তাই মাঠের বাইরেই থাকতে হয়েছিল মরিসকে। এই ইনজুরির কারণেই বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টে খেলতে পারবেন না তিনি।

    দলের মেডিকেল ম্যানেজার ও চিকিৎসক মোহাম্মেদ মোসাজি বলছেন, শুধু টেস্ট নয়, ওয়ানডে সিরিজেও নাও ফিরতে পারেন মরিস, “সুস্থ হওয়ার লক্ষণ দেখা দিলে মরিস ওয়ানডে সিরিজে ফিরতে পারেন। তবে খুব সম্ভবত তিনি টি-টোয়েন্টি সিরিজের আগে মাঠে ফিরতে পারবেন না।”

    মরিসের পিঠের চোট পরীক্ষার পর ধারণা করা হচ্ছে, অবস্থার উন্নতি না হলে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফিল্যান্ডার, মরিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সামলাবেন মরকেল, রাবাদা ও অলিভিয়াররা। কিছুদিনের মাঝেই প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হবে। ২৮ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট।