দলে জায়গা হারাতে পারতেন ইয়াসিরও
মুটিয়ে যাওয়ার কারণে অনেক আগেই বাদ পড়েছেন উমর আকমল। একই কারণে জায়গা হয়নি ওপেনার সামি আসলামেরও। তার চেয়েও বিস্ফোরক, ফিটনেস সমস্যার কারণে হুমকির মুখে পড়েছিল ইয়াসির শাহের জায়গাও। শেষ পর্যন্ত এক দিন পিছিয়েই ফিটনেস টেস্ট নেওয়ার পর জায়গা হয়েছে পাকিস্তানের লেগ স্পিনারের। আগামী বৃহস্পতিবার থেকে শুরু শ্রীলঙ্কা টেস্টে আবু ধাবি টেস্টে তাই থাকছেন ইয়াসির।
মিকি আর্থার দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিটনেসের ব্যাপারে বাড়তি কড়াকড়ি করেছে পাকিস্তান। উমর আকমল ও সামি আসলাম বাদ গেছেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই। প্রশ্ন উঠেছিল ইয়াসির শাহের ফিটনেস নিয়েই। শুক্রবারে দল ঘোষণা করার ছিল পাকিস্তানের। কিন্তু ইয়াসিরের ফিটনেস সেদিনও পাশ মার্ক পায়নি। শেষ পর্যন্ত এক দিন পিছিয়ে আবার ফিটনেস টেস্ট নেওয়ার পর উতরাতে পেয়েছেন। প্রধান নির্বাচক ইন জামাম উল হকই ব্যাপারটি নিশ্চিত করেছেন, ‘আমরা ফিটনেসের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছি না। ইয়াসিরকেও বলা হয়েছে, এটা উতরাতে না পারলে দলে জায়গা করা ওর জন্য অসম্ভব হবে। গত তিন বছর ধরে ও আমাদের হয়ে দারুণ করেছে, কিন্তু কারও জন্য নিয়মের ব্যতিক্রম করা আমাদের জন্য সম্ভব নয়। সেজন্যই আমরা এক দিন অপেক্ষা করেছি। ১৭.৫ পয়েন্ট পেয়ে সে সবুজ সংকেত পেয়েছে।’ সবুজ সংকেত পেয়েছেন আজহার আলীও, হাঁটুর চোটে ভুগছিলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। তবে আবু ধাবি টেস্টে খেলার কথা তাঁর।
আবু ধাবিতে পাকিস্তানের জন্য অবশ্য নতুন একটা যুগেরই শুরু হতে যাচ্ছে। ইউনিস খান ও মিসবাহ হক নেই, পাকিস্তানি মিডল অর্ডারের দুই স্তম্ভের শুন্যতা পূরণ করতে দলে ডাক পেয়েছেন হারিস সোহেল ও উসমান সালাউদ্দিন। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২৫ বছর বয়সী পেসার উসামা মির ও অলরাউন্ডার বিলাল আসিফও।