• সিরি আ
  • " />

     

    দিবালার জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

    দিবালার জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়    

     

    প্রথম ৫ ম্যাচে করেছিলেন ৮ গোল। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা পাউলো দিবালা তরিনোর বিপক্ষেও জ্বলে উঠলেন। 'তুরিন ডার্বিতে' তাঁর জোড়া গোলেই তরিনোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

     

    ম্যাচের শুরু থেকেই তরিনোকে চাপে রাখে জুভেন্টাসের ফরোয়ার্ডরা। ৬ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত জুভরা, কিন্তু হুয়ান কুয়াদ্রাদোর শট পোস্টের একটু ওপর দিয়ে চলে যায়। ১৬ মিনিটের মাথায় খেলার প্রথম গোলের দেখা পান দিবালা। পিয়ানিচের পাসে পোস্টের একটু বাইরে বল পান দিবালা। ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান।

     

    ২৪ মিনিটের মাথায় ড্যানিয়েল বাসেলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তরিনো। একজন ফুটবলার কম নিয়ে জুভদের বিপখকে আরও বিপাকে পরে তাঁরা। দিবালা, পিয়ানিকদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পরে তাদের রক্ষণভাগ। জুভেন্টাস ফরোয়ার্ডরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে লিড আরও বাড়তে পারত। ৪০ মিনিটে  কুয়াদ্রাদোর দারুণ এক পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পিয়ানিচ।

     

    দ্বিতীয়ার্ধে তরিনোকে আরও চেপে ধরে জুভেন্টাস। ৫৭ মিনিটে পিজানিকের পাসে হেডে বল জালে জড়ান অ্যালেক্স সান্দ্রো। ৬৬ মিনিটে আরও একটি গোল হতে পারত, বেনাতিয়ার হেড তরিনোর কিপার দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।

     

    ম্যাচের নির্ধারিত সময়ের খেলা তখন শেষ। যোগ করা সময়ে হিগুয়াইনের পাসে বল পান দিবালা। ডিফেন্ডারকে কাটিয়ে বা পায়ের শটে বল জালে জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন। এই নিয়ে লিগে ছয় ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়ালো ১০।