• " />

     

    'শ্রীলংকার 'ক্রান্তিকাল' নিয়ে কথা বলতে বিরক্ত লাগে'

    'শ্রীলংকার 'ক্রান্তিকাল' নিয়ে কথা বলতে বিরক্ত লাগে'    

     

    সাঙ্গাকারা- জয়াবর্ধনে অবসর নিয়েছেন প্রায় দুই বছর হলো। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার একসাথে খেলা ছাড়ায় খানিকটা বিপাকেই পড়েছিল লংকান ক্রিকেট। ‘ক্রান্তিকাল’ পার করতে থাকা শ্রীলংকা দল এখনো ঠিক থিতু হতে পারেনি। এবার দলের কোচ নিক পোথাস বলছেন, দলের এই ক্রান্তিকাল নিয়ে কথা বলতে বলতে তিনিসহ দলের সবাই বিরক্ত।

    গত মার্চে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর চান্দিমাল বলেছিলেন, পরাজয়ের অজুহাত হিসেবে দলের ক্রান্তিকালকে দোষারোপ করার আর সুযোগ নেই। পোথাসও মনে করেন, অভিজ্ঞ ক্রিকেটারদের দলে না থাকা নিয়ে হা-হুতাশ করার দিন আর নেই, “আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যখন দলের সন্ধিক্ষণ নিয়ে কথা বলার কোনো মানে হয় না।। এসব নিয়ে কথা বলতে বলতে সবাই বিরক্ত। পেছনের ব্যাপার নিয়ে পড়ে থাকলে সামনের দিকে এগোনো যায় না।”

    সাম্প্রতিক সময়ে শ্রীলংকার ক্রিকেটের একেবারেই ভালো সময় যাচ্ছে না। একের পর এক সিরিজ পরাজয়ে বিপর্যস্ত চান্দিমাল- থারাঙ্গার দল। সামনেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। পোথাস বলছেন, শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে না তুলতে পারলে আবারো পরাজয়ের স্বাদ পেতে হবে, “দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রাথমিক সময়টা পার হয়ে গেছে। এখন আমাদের সামনের দিকে এগোতে হবে। পাকিস্তান বিশ্বমানের দল। তাদের বিপক্ষে মাঠে পারফর্ম করতে না পারলে ফলাফল ভালো হবে না।”