বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে চান রাবাদা
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আশানরূপ ফলাফল আসেনি। প্রায় দেড় মাসের বিরতির পর আবারো টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে পেসার কাগিসো রাবাদা বলছে, মুশফিকদের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে চান তাঁরা।
৩-১ ব্যবধানে সিরিজ হেরেই দেশে ফিরেছে ডু প্লেসিরা। ইংল্যান্ডে দলের হতাশ করা পারফরম্যান্স ভুলে গিয়ে জয়ের ধারায় ফিরতে চান রাবাদা, “সবাই জিততে চায়। লম্বা একটা বিরতির পর আমরা ভালো খেলতে চাই। দ্রুতই নিজেদের ফিরে পেতে হবে, এটাই আসল চ্যালেঞ্জ। আমাদের দলে প্রতিভার অভাব নেই। ইংল্যান্ডে কিন্তু আমরা খারাপ ক্রিকেট খেলিনি। শুধু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারিনি। আমরা এখন বুঝতে পেরেছি কোন মুহূর্তে কী করতে হবে। আমরা জানি কীভাবে জিততে হয়!”
বাংলাদেশের বিপক্ষেই নতুন কোচ অটিস গিবসনের অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে প্রোটিয়ারা। নতুন কোচের নেতৃত্বে নতুনভাবেই শুরু করতে চান রাবাদা, “আমাদের নতুন কোচ এসেছে। বলা যায় এটা পুরনো দলের নতুন এক যাত্রার সূচনা। দলে নতুন মুখ বেশি নেই। কোচিং স্টাফও পুরনো।”
সিরিজের আগেই ইনজুরি বেশ দুশ্চিন্তায় ফেলেছে দক্ষিণ আফ্রিকাকে। স্টেইনের অনুপস্থিতির সাথে যোগ হয়েছে ফিল্যান্ডারের ফিট না থাকা। ইনজুরির কারণে ছিটকে গেছেন মরিসও। রাবাদা অবশ্য দলের বোলিং নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, “স্টেইন অনেকদিন ধরেই দলের সাথে নেই। ফিল্যান্ডারও দারুণ বোলিং করছিলেন। তাদের ছাড়া কাজটা কঠিন হবে। কিন্তু আমার বিশ্বাস দলের বাকি বোলাররা তাদের অভাব বুঝতে দেবেন না।”