• " />

     

    আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

    আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা    

    ১ম ওয়ানডে, সংক্ষিপ্ত স্কোর
    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২২২/৯, ৫০ ওভার (তৌহিদ ৫২, মাহিদুল ৩৫, মুজিব ৪/২২, তারিক ২/১৭)
    আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৭৭ অল-আউট, ৩৪.২ ওভার (তারিক ১৬, নিসার ১০, অনিক ৪/২৭, নাইম ৩/১১) 
    ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১৪৫ রানে জয়ী 


    যুব ওয়ানডেতে অভিষেক হলো পাঁচ বাংলাদেশীর। তৌহিদ হৃদয়, কাজী অনিক, রবিউল হক, মনিরুল ইসলাম, হাসান মাহমুদ। তৌহিদ করলেন ফিফটি, অনিক নিলেন ৪ উইকেট। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ধ্বসে গেল তাতেই। সিলেটে প্রথম যুব ওয়ানডেতে আফগানিস্তানকে ৭৭ রানে অল-আউট করে ১৪৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। 

    টসে জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯, শুরুতে নিয়মিত বিরতিতে উইকেটও নিয়েছে তারা। সাইফ হাসান (২০), পিনাক ঘোষ (২৩) ও আফিফ হোসেন (১৯), বাংলাদেশের টপ অর্ডারের কেউই ইনিংস বড় করতে পারেননি। চার নম্বরে নেমেছিলেন তৌহিদ, মাহিদুল ইসলামের সঙ্গে গড়লেন ৭৫ রানের জুটি। অভিষেকেই তৌহিদ করেছেন ৮৫ বলে ৫২ রান, আউট হয়েছেন আফগানিস্তানের হয়ে দুইটি ওয়ানডে খেলা নাভিন-উল-হকের বলে। 

    ৭ম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মাহিদুল করেছেন ৩৫, সঙ্গে আট নম্বরের নেমে অনিক করেছেন ২৪ বলে ২৭। অভিষেক ইনিংসেই অনিক সাহায্য করলেন বাংলাদেশকে ২০০ ছাড়াতে। সাহায্য পেলেন আরেক অভিষিক্ত রবিউলের, তিনি করেছেন ১৮ বলে ১৮। 

    ব্যাটিংয়ে যেখানে শেষ করেছিলেন অনিক, বোলিংয়ে শুরু করলেন সেখান থেকেই। আফগানদের প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তিনিই, ওপেনার নাভিদ ওবাইদ ক্যাচ দিয়েছেন তার বাঁহাতি পেসেই, ৩য় ওভারে। ধাক্কার সেই শুরু, আফগানরা এরপর ধ্বসেই গেল পুরোপুরি। ওপেনার তারিক স্ট্যানিকজাই করেছেন ১৬, নিসার ওয়াহদাত ১০। দুই অংক ছুঁতে পারেননি আর কেউ, অনিক পরে নিয়েছেন আরও তিনটি উইকেট। সঙ্গে নাইম হাসান নিয়েছেন তিনটি, মনিরুল ও রবিউল একটি করে। 

    ৩৪.২ ওভার খেললেও ৭৭ রানেই গুটিয়ে গেছে আফগানরা, ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন অনিক। সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে, ৩০ সেপ্টেম্বর।