অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা হচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রের
গত মে মাসেই রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি হয়েছিল। আগামী মৌসুমে মাদ্রিদে খেলতে যাওয়া ব্রাজিলের ‘বিস্ময় বালক’ ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনূর্ধ্ব ১৭ ব্রাজিল দলেরও ছিল অনেক প্রত্যাশা। কিন্তু বর্তমান ক্লাব ফ্লেমিংগোর অনুমতি না পাওয়ায় ভারতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে পারছেন না ভিনিসিয়াস।
ভিনিসিয়াসের বর্তমান ক্লাব ফ্লেমিংগোর কোচ রেনালদো রুয়েদা অবশ্য জানিয়েছেন, ক্লাব ও জাতীয় দলের মাঝে হওয়া 'সমঝোতাতেই' নাকি বিশ্বকাপে যাচ্ছেন না ভিনিসিয়াস, “সিদ্ধান্তটা তিন পক্ষের আলোচনার মাধ্যমেই হয়েছে। আমরা ভিনিসিয়াসের ভালো চাই। সে জাতীয় দলকে সাহায্য করতে চেয়েছিল ভারতে গিয়ে, কিন্তু এই সিদ্ধান্তকে সে সম্মান জানিয়েছে। ব্রাজিল দলে অনেক ভালো ফুটবলার আছে, আশা করি তারা ভালো ফলাফল আনবে।”
পর্যাপ্ত ‘প্রস্তুতি’ না থাকার কারণেই ভিনিসিয়াসকে বিশ্বকাপে পাঠানো হচ্ছে না বলেও জানান রুয়েদা, “সে দারুণ একজন ফুটবলার, জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্যও। কিন্তু বিশ্বকাপের আগে যে প্রস্তুতি দরকার সেটা সে নিতে পারেনি।”
এদিকে ব্রাজিলিয়ার সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। ফ্লেমিংগো এবং ব্রাজিলের মাঝে নাকি চুক্তি হয়েছিল, এবারের কোপা ডি ব্রাজিল জিতলেই কেবল ভিনিসিয়াসকে জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দেবে ক্লাব। ভারতে যাওয়ার ভিসাও প্রস্তুত হয়েছিল তার জন্য। কিন্তু গত বুধবার ফ্লেমিংগো সেই ফাইনালে হেরে যাওয়ায় ভারতে যাওয়া হচ্ছে না ভিনিসিয়াসের।