পেরুর অনূর্ধ্ব-১৫ দলে 'ওসামা ভিন লাদেন'!
পেরুর অনূর্ধ্ব-১৫ ফুটবল দলে খেলার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ ফুটবলারদের ডাকা হয়েছে। ক্যাম্পের জন্য ডাকা সদস্যের নামের তালিকায় চোখ বুলাতে গেলে একটা জায়গায় একটু থমকে যাবেন। সেখানে একজনের নাম ওসামা ভিন লাদেন!
তার পুরো নাম ওসামা ভিন লাদেন জিমেনেজ লোপেজ, খেলেন পেরুর ক্লাব ইউনিয়ন কোমেরসিওতে। অনেক ভাষাতেই পেরুর ‘ভি’ অনেকটাই উচ্চারিত হয় ‘বি’ এর মতো। তাই অনেকেই তাকে আল কায়েদার সেই সন্ত্রাসী ওসামা বিন লাদেনের নামের সাথে মিলিয়ে ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা নিয়ে অনেক কথাই হয়েছে দলে ডাক পাওয়ার পর থেকে।
পেরুতে অনেকেই তাদের সন্তানের নাম বিখ্যাত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সাথে রাখেন। তারা ভাবেন, বিখ্যাত মানুষদের সাথে মিলিয়ে নাম রাখলে তাদের সন্তান ভবিষ্যতে বড় কিছু করতে পারবে। এজন্যই ‘হিটলার’, ‘রিঙ্গো স্টার’ ইত্যাদি নাম পেরুতে অহরহ দেখা যায়।
নিজের নাম নিয়ে কিন্তু সবখানেই বিব্রতকর অবস্থায় পড়েছেন লোপেজ, " আমাকে স্কুলেও অনেক কথা শুনতে হয়েছে, এটা খুব ভালো কিছু নয়। কিন্তু এটা এখন স্বাভাবিক হয়ে গেছে আমার জন্য। আমি বাবাকে জিজ্ঞাসা করেছি কেনো এই নাম রেখেছেন তিনি। কিন্তু এটার কোনো জবাব পাইনি।"