সাইফদের ৭৫ রানেই বেঁধে ফেলল আফগানিস্তান
তৃতীয় ওয়ানডে, সিলেট
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৭৫ অল-আউট, ৩০.৪ ওভার (সাইফ ২২, মাহিদুল ২৫, নাভিন ৩/২৪, স্ট্যানিকজাই ২/১০)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৮১/৫, ১৭.২ ওভার (রসুলি ৩৫*, নিসার ১৫)
ফল : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ পাঁচ উইকেটে জয়ী
প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে গিয়েছিল ৭৭ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির তোপে হয়নি, তৃতীয় ম্যাচে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অল-আউট হয়েছে ৭৫ রানে। সিলেটে তৃতীয় যুব ওয়ানডেটাও তাই ৫ উইকেটে হারতে হয়েছে সাইফ হাসানের দলকে।
টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, ১৪ রানে পড়েছে প্রথম উইকেট। অধিনায়ক সাইফ ও মাহিদুল ইসলাম ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। আফগান অধিনায়ক নাভিন-উল-হক নিয়েছেন ৩টি উইকেট, তারিক স্ট্যানিকজাই ২টি। ১টি করে নিয়েছেন ইউসুফ, আজমতউল্লাহ ও মুজিব।
ব্যাট করতে নেমে তোপে পড়েছিল আফগানরাও। ১২ রানে নেই ৩ উইকেট, ৩৪ রানে পড়েছে চতুর্থটি। তবে দারবিশ রসুলির পাঁচে নেমে করা ৩৫ ও নিসার ওয়াহদাতের ১৫ রানে ভর করে লক্ষ্যে পৌঁছে গেছে আফগান যুবারা।
সিরিজে এখন তাই ১-১ সমতা। চতুর্থ ওয়ানডেটি একই ভেন্যুতে, ৪ অক্টোবর।