মরকেলের বদলে ডাক পেলেন প্যাটারসন
পচেফস্ট্রুমে চতুর্থ দিনেই ইনজুরিতে পড়েছিলেন। পঞ্চম দিনে আর বল করতে নামেননি দক্ষিণ আফ্রিকা পেসার মরনে মরকেল। এবার জানা গেছে, পেশীতে পাওয়া চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মরকেল। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার ড্যান প্যাটারসন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝরিয়েছেন, কয়েক বলের ব্যবধানে তুলে নিয়েছেন তামিম ও মুমিনুলকে। কিন্তু নিজের ষষ্ঠ ওভারের মাথপথেই ইনজুরিতে পরে মাঠ ছাড়েন মরকেল। দিনের বাকি সময় আর ফিল্ডিংয়ে নামেননি। বলা হয়েছিল, স্ক্যান করে মরকেলের শারীরিক অবস্থার পরবর্তী আপডেট জানানো হবে।
স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে যে, আঘাতটা গুরুতর। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলছেন, অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে মরকেলকে, " গত রবিবার সে পেশীতে ব্যথা অনুভব করছিল। সাথে সাথেই তাকে বোলিং থেকে সরিয়ে নেওয়া হয়। কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খেলায় ফিরতে পারবেন না মরকেল। গ্লোবাল টি-টোয়েনটি লিগের শুরুর দিকের ফেরার চেষ্টা করবেন।"
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে কেপ কোবরার হয়ে খেলেন প্যাটারসন। জাতীয় দলের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার।