চারদিনের টেস্ট খেলতে আগ্রহী নন ডু প্লেসি
চারদিনের টেস্ট আয়োজন নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, খোদ আইসিসিও এই প্রস্তাবের পক্ষেই সবুজ সংকেত দিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসি ও ডিন এলগার বলছেন, তাঁরা পাঁচদিনের টেস্ট খেলতেই বেশি আগ্রহী।
ডিসেম্বরে জিম্বাবুয়ের সাথে চারদিনের টেস্ট খেলার ব্যাপারে কয়েক সপ্তাহ আগেই নিজেদের উদ্যোগের কথা জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডও তাদের মত চারদিনের ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছে। ডু প্লেসি কিন্তু পাঁচদিনের টেস্টেই ‘মজা’ খুজে পান, “আমি পাঁচদিনের টেস্টের ভক্ত বলতে পারেন। আমার বিশ্বাস করি টেস্ট ইতিহাসের সেরা ম্যাচগুলো পঞ্চম দিনের শেষ ঘণ্টা পর্যন্ত গিয়েছে। এটাই টেস্টের সৌন্দর্য। প্রথম শ্রেণির ক্রিকেট চারদিনের হয়, সেখানে ব্যাপারটা একটু সহজ।”
ডু প্লেসি মনে করেন, ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পাঁচদিনের টেস্টের বিকল্প নেই, “পাঁচদিনের টেস্টে ব্যাটসম্যানদের ধৈর্য রাখতে হয়, বোলারদেরও। এটাই ক্রিকেটারদের সেরাটা বের করে আনে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের কথাই ধরুন। যদি পঞ্চম দিনের খেলা না থাকতো তাহলে হতাশা নিয়েই ম্যাচ শেষ হতো চতুর্থ দিনের বৃষ্টির পর।”
এলগার মনে করেন, শত বছরের এই প্রথাকে ভাঙ্গা উচিত হবে না, “আমি পাঁচদিনের টেস্ট খেলেই অভ্যস্ত। এটা যেভাবে আছে ওভাবেই থাকা উচিত। যে নিয়ম এত বছর ধরে চলে আসছে সেটাকে ভাঙ্গা উচিত হবে না। আর বেশি দর্শক ও জনপ্রিয়তার প্রসঙ্গ উঠেছে, তাহলে বলতে চাই, আপনি বিশ্বের যেখানেই টেস্ট খেলতে যাবেন সেখানেই দর্শক হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সব দেশেই টেস্টের অনেক ভক্ত আছে। তাই আমার মনে হয় না এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে।”