• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    'সতর্ক' মার্করাম কৃতিত্ব দিচ্ছেন মুস্তাফিজদেরও

    'সতর্ক' মার্করাম কৃতিত্ব দিচ্ছেন মুস্তাফিজদেরও    

     

    অভিষেক ম্যাচেই হতে পারত সেঞ্চুরিটা। মাত্র ৩ রান দূরে থাকতেই সিরিজের প্রথম ম্যাচে রান আউট হয়ে কপাল পুড়েছিল এইডেন মার্করামের। তবে গতকাল সেই আক্ষেপটা দূর করে তুলে নিয়েছেন টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি। মার্করাম বলছেন, এই ইনিংসে ‘নড়বড়ে-নব্বইয়ের’ সময় প্রথমবারের চেয়ে একটু বেশি সতর্ক ছিলে।কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের বোলারদেরও।

     

     

    প্রথম টেস্টে মতো এবারো এলগারের সাথে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন দলকে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়ায় দারুণ খুশি মার্করাম, “গত সপ্তাহে যা হয়েছিল সেটা ভুলে গেছি। এবার ৯০ এর ঘরে পৌঁছাবার পর একটু বেশি সতর্ক ছিলাম গতবারের চেয়ে। এলগারও অন্য প্রান্ত থেকে সাহস যোগাচ্ছিলেন। তাঁর মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার।”

    ৯৩ রানে পৌঁছাবার পর ৬ বল কোনো রান নিতে পারেননি। চাপ ক্রমশই বাড়ছিল মার্করামের ওপর। শেষ পর্যন্ত রুবেলের পর পরপর দুই বাউন্ডারিতে পূর্ণ করেন সেঞ্চুরি। মার্করামের কাছে এটা তাঁর জীবনের ‘সেরা’ দিন, “সেঞ্চুরি করার আনন্দটা বোঝানো যাবে না। এই স্মৃতি আজীবন মনে রাখবো। ব্যাটিংয়ে নেমে পিচকে খুব কঠিন মনে হয়নি, আউটফিল্ডও অনেক ভালো ছিল। স্কোরকার্ড বলে বাংলাদেশ ভালো বোলিং করেনি। কিন্তু ব্যাপারটা সেরকম না। তারা দারুণ কিছু বাউন্সার দিয়েছে। শর্ট বলে যতই স্বাচ্ছন্দ্য বোধ করেন না কেন, এটা খেলা মোটেও সহজ নয়।”