• বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০১৫
  • " />

     

    টেস্ট দলেও থাকা হচ্ছে না রাহাত আলীর

    টেস্ট দলেও থাকা হচ্ছে না রাহাত আলীর    

    সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাবার পর হার মানতে হয়েছে একমাত্র টিটোয়েন্টিতেও। এমন দুঃসময়ে সংকট আরও ঘনীভূত করে একের পর ইনজুরিতে পড়ছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়েরা। সে তালিকায় সর্বশেষ সংযোজন ছিলেন রাহাত আলী। ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া খুলনা টেস্টের আগে খবর, এখনও চোট সারিয়ে উঠতে পারেন নি এই বাঁহাতি পেসার। ফলে টেস্ট সিরিজের দলেও থাকা হচ্ছে না তাঁর।

     

     

     

    বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন হাঁটুতে চোট পান রাহাত। ফলে পরের দুটি ওয়ানডে ও একমাত্র টিটোয়েন্টির দলে সুযোগ মেলে নি। অবস্থার উন্নতি না হওয়ায় এবার তাঁকে বাদ দেয়া হল টেস্ট স্কোয়াড থেকেও।

     

     

    উল্লেখ্য, গত বিশ্বকাপের আগে থেকেই ইনজুরির হানায় বিপর্যস্ত হতে শুরু করে পাকিস্তান দল। মোহাম্মদ হাফিজ, উমর গুল, বিলওয়াল ভাট্টি, জুনাইদ খানরা চোট সঙ্গী করে ছিটকে পড়েছিলেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। বাংলাদেশ সফরের প্রাক্কালে ইনজুরিতে পড়েন শোয়েব মাকসুদ ও সোহেল খান। সিরিজ চলাকালে ছিটকে পড়লেন রাহাত আলী ও ইয়াসির শাহ।