• " />

     

    টেস্ট-ওয়ানডে হচ্ছে লিগ পদ্ধতিতেই

    টেস্ট-ওয়ানডে হচ্ছে লিগ পদ্ধতিতেই    

    ফুটবলের মতো ক্রিকেটে দীর্ঘমেয়াদি লিগ চালু কথা আইসিসি ভেবে আসছিল বেশ কিছুদিন থেকেই। অবশেষে আজ অকল্যান্ডে আইসিসির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই টেস্ট ও ওয়ানডেতে চালু হচ্ছে টেস্ট ও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।

    এই নিয়মে নয়টি টেস্ট খেলুড়ে দেশ নিজেদের মধ্যে দুই বছর মেয়াদি লিগ খেলবে। প্রতিটি দল ছয়টি করে সিরিজ খেলবে, তিনটি দেশে ও তিনটি দেশের বাইরে। এর পর যে দুইটি দল সবার ওপরে থাকবে, তারা ২০২১ সালে ইংল্যান্ডে খেলবে চ্যাম্পিয়নশিপ ফাইনালে। একটা সিরিজে দুই থেকে পাঁচটি পর্যন্ত টেস্ট হতে পারে। আপাতত জিম্বাবুয়ে, আয়ারল্যাণ্ড ও আফগানিস্তান এই নিয়মের মধ্যে পড়ছে না।

    ওয়ানডের ক্ষেত্রেও কাছাকাছি নিয়ম প্রযোজ্য। এখানে শুধু দলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১২টি দলের সঙ্গে যোগ দেবে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নসশিপের জয়ী দল। এখানে প্রতিটা দল তিন বছর মেয়াদে আটটা করে সিরিজ খেলবে, চারটি ঘরে ও চারটি ঘরের বাইরে। একটা সিরিজে সর্বোচ্চ তিনটি ওয়ানডে থাকবে।

    এই বৈঠকেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। চার দিনের টেস্ট পরীক্ষামূলকভাবে চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে আইসিসি। এই বছরের শেষে জিম্বাবুয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা চার দিনের টেস্ট খেলার জন্য অনুরোধ করেছিল আইসিসি। আপাতত সেটিকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে। চার দিনের টেস্টের ক্ষেত্রে নিয়মকানুনগুলো আগামী ক'দিনের মধ্যেই জানিয়ে দেবে আইসিসি।