সানজামুল-মাহাদিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ এ
স্কোর, তৃতীয় দিন শেষে
আয়ারল্যান্ড এ ২৫৫ এবং ২১৩ (শ্যানন ৯০; সানজামুল ৫/৯০, মাহাদি ৩/৪৮)
বাংলাদেশ ও ৩৩৭ এবং ২৭/২
তৃতীয় দিনের দুপুর পর্যন্তও ম্যাচ ছিল বাংলাদেশ এ দলের নিয়ন্ত্রণে। তবে চতুর্থ ইনিংসে যে কোনো রান তাড়া করাই কঠিন, শেষ বিকেলে ক্রিকেটীয় সত্যিটাই যেন আরেক বার টের পেলেন শান্তরা। মাত্র ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ, কাল সকালে আয়ারল্যান্ড এ দলের দরকার আরও ৮ উইকেট।
সকালের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ৩২২ রান দিয়ে কাল দিন শেষ করেছিল বাংলাদশ। আজ আরও ১৫ রান তুলতেই হারিয়ে বসে বাকি ৪ উইকেট। অলআউট হয়ে যায় ৩৩৭ রানেই, প্রথম ইনিংসে শেষ পর্যন্ত লিড পায় ৮২ রানের।
তবে আবার ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারাতে থাকে আয়ারল্যান্ড এ। কামরুল হাসান রাব্বির সঙ্গে নতুন বল হাতে পেয়েছিলেন সানজামুল ইসলাম। ২৭ রানে জেক টেক্টরকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছেন তিনিই। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড, তবে এক পাশে পালটা আক্রমণ করছিলেন ওপেনার জেমস শ্যানন। ১০০ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে গড়েছিলেন ৫৬ রানের জুটি। এর মধ্যেই ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সিমি সিং। শেষ পর্যন্ত ৯০ রান করে শ্যাননকে যখন মাহাদি হাসান ফিরিয়ে দেন, ১৬৩ রানে ছয় উইকেট হারিয়ে বসেছে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত তারা অলআউট হয়েছে ২১৩ রানে। পাঁচ উইকেট পেয়েছেন সানজামুল, প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩তম বারের মতো পেলেন পাঁচ উইকেট।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে ওপেনার জাকির হোসেনকে। তবে ওই আট রানের সবচেয়ে বড় ধাক্কা দেন ম্যাকব্রাইনই, কোনো রান না করেই বোল্ড হয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও আল আমিন জুনিয়র, শেষ দিন বাকি কাজটাও তাঁরা শেষ করে আসতে চাইবেন।