• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ডু প্লেসি

    ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ডু প্লেসি    

     

    তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরদিনই জানিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার জানা গেলো, কোমরের ওই ইনজুরির কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

    ৯১ রানে ব্যাটিং করার সময় দৌড়াতে গিয়ে কোমরে টান লাগে। সাথে সাথেই 'আহত অবসর' নিয়ে ডেভিড মিলারের কাঁধে ভর করে মাঠের বাইরে যান ডু প্লেসি। পরে আর ব্যাটিংয়ে নামেননি। দলের ম্যানেজার মোহাম্মেদ মোসাজি জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে, “সোমবার তাঁর পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তাররা নিশ্চিত করেছেন তাঁর ইনজুরিটা গুরুতর। আগামী ছয় সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রাম নিতে হবে। আগামী ডিসেম্বরের আগে তাঁকে মাঠে দেখার কোনো সুযোগ নেই।”

    ছয় সপ্তাহ বিশ্রামের পর আবারো পুরোদমে অনুশীলন শুরু করবেন ডু প্লেসি। ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্ট খেলতে পারে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন মোসাজি, “ডিসেম্বরে দল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে পারে। এই ম্যাচের আগেই ডু প্লেসি সুস্থ হয়ে উঠবেন আশা করছি। ছয় সপ্তাহ পরেই বোঝা যাবে তিনি কবে ফিরবেন।”