• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    শেষ ১৬ নিশ্চিত করল পিএসজি

    শেষ ১৬ নিশ্চিত করল পিএসজি    

     

    মৌসুমের শুরু থেকেই গোলের বন্যা বইয়েছেন দলের ফরোয়ার্ডরা। দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির এবারের জয়ের নায়ক কিন্তু কোনো ফরোয়ার্ড নন। ডিফেন্ডার লেভিন কুরজাওয়ার হ্যাটট্রিকে আন্ডারলেখটকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে পিএসজি।

     

    ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল পিএসজির সামনে।  কিলিয়ান এমবাপ্পের পাসে বল পেয়েছিলেন নেইমার। তার বাম পায়ের শট ঠেকিয়ে দেন আন্ডারলেখট কিপার। ১২ মিনিটের মাথায় দানি আলভেজের এডিসন কাভানির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের শট বাঁচিয়ে দেন গোলকিপার। তিন মিনিট পর কাভানির আরেকটি হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

     

     

     

    অবশেষে ৩০ মিনিটে প্রথম গোলের দেখা পায় পিএসজি। কিলিয়ান এমবাপ্পের পাসে বল জালে জড়ান মার্কো ভেরাত্তি। ৩৯ মিনিটে সমতা ফেরানোর এক সুযোগ এসেছিল আন্ডারলেখটের সামনে, তবে ইভান অব্রাডভিচ সেটাক কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ড্রাক্সলারের পাসে বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

     

    দ্বিতীয়ার্ধের পুরোটাই ছিল কুরজাওয়াময়। ৫২ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন। ৭২ মিনিটে দারুণ এক হেডারে দলকে ৪-০ তে এগিয়ে দেন। ৬ মিনিট পরেই ডি মারিয়ার পাসে বল জালে জড়িয়ে পূরণ করেন হ্যাটট্রিক। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে হ্যাটট্রিক করলেন কুরজাওয়া। ইব্রাহিমভিচের পর দ্বিতীয় পিএসজি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে তিন গোলে করলেন তিনি। সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ১৭ গোল করেছে পিএসজি, হজম করেনি একটিও!

     

    পিএসজির জয়ের রাতে জয় পেয়েছে গ্রুপের অন্য দল বায়ার্ন মিউনিখও। সেল্টিককে ২-১ গোলে হারিয়ে তারাও উঠে গেছে পরের রাউন্ডে। বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও।