• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'গুগলে খুঁজলেই আমার গোল দেখতে পাবেন'

    'গুগলে খুঁজলেই আমার গোল দেখতে পাবেন'    

     

    গত মৌসুমে গোলের বন্যা বইয়ে দলকে এনে দিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে এবার রিয়াল মাদ্রিদের মতো তাঁর ফর্মেও পড়েছে ভাটা। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলখরা নিয়ে এরই মাঝে উঠেছে নানা প্রশ্ন। গতকাল টটেনহামের বিপক্ষে গোল পেলেও ততক্ষণে দলের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। ম্যাচ শেষে রোনালদো বলছেন, তাঁর গোল পাওয়া নিয়ে কথা বলা মানুষরা যেন গুগলেই তাঁর আগের গোল দেখে নেয়।

    এই মৌসুমে ১২ ম্যাচে করেছেন ৮ গোল। এর মাঝে লা লিগায় ছয় ম্যাচ খেলে বল জালে জড়িয়েছেন মাত্র একবার। রোনালদোর মতো রিয়ালও পার করছে কঠিন সময়। তবে সমালোচকদের কথায় কান দিচ্ছেন না বলেই জানানেল তিনি, “আমি কারো কথা নিয়ে মাথা ঘামাচ্ছি না। টটেনহামের বিপক্ষে ম্যাচেও আমি খারাপ খেলিনি। কিন্তু এখন তো মনে হচ্ছে গোল পাওয়াই সবকিছু! আমার পরিসংখ্যান নিয়ে কিছু বলতে চাই না। যদি কেউ চায় তাহলে গুগলে গিয়ে দেখতে পারে। আমার নাম লিখলেই বহু গোল আসবে।”

     

     

    রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এত সমালোচনা, মানছেন সিআর সেভেন, “আমরা ম্যাচ জেতায় অভ্যস্ত ছিলাম। কিন্তু একের পর এক পরাজয়ে আমাদের খারাপ সময় যাচ্ছে। যখন আপনি খারাপ খেলবেন তখন লোকে অনেক ভুলই ধরবে।”

    দুর্দশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কোচ জিনেদিন জিদান। রোনালদোও তাঁর সুরেই কথা বলছেন, “এখন যে পরিস্থিতি সেটা একেবারেই কাম্য নয়। তবে এটা ঠিক হতেও বেশি সময় লাগবে না। দলের সবাই চায় জয়ের ধারায় ফিরতে। উন্নতির অনেক জায়গা আছে। শুধু ম্যাচের সময় সুযোগ কাজে লাগাতে হবে।”