• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    'সমস্যা আছে এটা মিডিয়াতেই বেশি আসত'

    'সমস্যা আছে এটা মিডিয়াতেই বেশি আসত'    

    চন্ডিকা হাথুরুসিংহে যে আসছেন না, ব্যাপারটা এখন একরকম নিশ্চিতই। শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা, সেরকম গুঞ্জনও বেশ জোরালো। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলে দিলেন, নতুন কোচ খোঁজা শুরু করেছে বিসিবি। আপাতত খালেদ মাহমুদ সুজনকে অন্তবর্তীকালীন কোচ করা হতে পারে সেই আভাসও দিলেন। তবে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সমস্যার কারণেই যে হাথুরু কাজ ছেড়েছেন, তা স্বীকার করলেন না বিসিবি সভাপতি।

    হুট করেই হাথুরুসিংহে কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় অনেক রকমের প্রশ্নই উঠছে। নাজমুল হাসান নিজেও বলছেন, ব্যাপারটা পূর্বপরিকল্পিত ছিল বলে তাঁর মনে হয় না। সিনিয়রদের সঙ্গে মতবিরোধের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন, এমন আভাসও উঠেছে। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা অবশ্য এখন পর্যন্ত কেউই তা স্বীকার করেননি। মাহমুদউল্লাহও আজ সকালে ইউএসএডির একটা অনুষ্ঠানে বললেন, কোচদের সঙ্গে খারাপ সম্পর্কের ব্যাপারটা সত্যি নয়। বরং জোর দিয়েই বললেন, সবাই একটা পরিবারের মতোই ছিলেন। তবে সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতে পাপন দায় চাপালেন প্রচারমাধ্যমের ওপরেই।

    ‘সমস্যা আছে এটা মিডিয়াতেই বেশি আসতো। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, গত কয়েক বছরে আমি কোন সমস্যাই দেখিনি। সিনিয়র খেলোয়াড় বলতে আমরা পাঁচজনকে ধরি। এখানে মাশরাফি-তামিম-সাকিব কাছে কখনোই শুনিনি সমস্যা আছে। রিয়াদেরতো কার সঙ্গেই কোন সমস্যা নেই। একটা থাকতে পারে, যেহেতু মুশফিকের কয়েকটা স্টেটমেন্টে কিছু কথা হয়েছে। এই সিরিজেও হয়েছে। তারপরও আমার মনে হয় কোন সমস্যা থাকার কথা নয়।’

    কিন্তু কদিনের মধ্যেই তো কোচের সাসার কথা ছিল? তার মানে কি তিনি আর আসছেন না? বিসিবি সভাপতি অবশ্য বললেন, সিইওর সঙ্গে কথা অনুযায়ী খুব শিগগির আসার কথা হাথুরুর। তবে তাঁর পরের কথা থেকেই বোঝা গেল, সেই সম্ভাবনাও ক্ষীণ, ‘হাথুরুসিংহের জন্য আমরা অপেক্ষা করছি না। অপেক্ষা করছি তার রিপোর্টের জন্য। ও.২-৩ সপ্তাহের মধ্যে দিবে! আমাদের জানতে হবে, আমাদের কোন কারনে নাকি ওর ব্যক্তিগত কারনে সে যাচ্ছে। ওর ব্যক্তিগত হলে সমস্যা নেই। আমাদের যদি কিছু থাকে তাহলে যেন জানায়।’