• " />

     

    কম ম্যাচ পাওয়ায় নারাজ পাকিস্তান

    কম ম্যাচ পাওয়ায় নারাজ পাকিস্তান    

    টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; নতুন এফটিপি অনুযায়ী ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের ম্যাচের সংখ্যা অন্য টেস্ট খেলুড়ে দেশের তুলনায় অনেকটাই কম। আইসিসির এই সিদ্ধান্তে স্বভাবতই নারাজ দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পক্ষপাতদুষ্ট’ হয়েই তাঁদের কম ম্যাচ দিয়েছে আইসিসি।

     

     

     

    নতুন সূচিতে ওই পাঁচ বছরে পাকিস্তান সব ফরম্যাট মিলিয়ে খেলবে ১০৪টি ম্যাচ। এর মাঝে টেস্টের সংখ্যা ২৮টি। নিয়মিত টেস্ট খেলুড়ে দেশের মাঝে নিউজিল্যান্ড(২৮টি) ছাড়া বাকি সবাই অনেক বেশি টেস্ট খেলবে। বাংলাদেশ খেলবে ৩৫ টি টেস্ট, যা পাকিস্তানের চেয়ে ২৫ শতাংশ বেশি। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচের সংখ্যাই পাকিস্তানের চেয়ে কম।

     

     

    ওয়ানডেতে পাকিস্তানের হতাশার জায়গাটা আরও বেশি। সব মিলিয়ে তাঁরা খেলবে ৩৮টি ম্যাচ। অন্যদিকে আফগানিস্তান(৪১টি) , জিম্বাবুয়ে(৪০টি) ও আয়ারল্যান্ডও(৪২টি) তাঁদের চেয়ে বেশি ম্যাচ পেয়েছে। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত পকিস্তান খেলবে ৩৮টিআই টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট খেলুড়ে দেশের মাঝে তাঁরা যৌথভাবে সবচেয়ে কম ম্যাচ পাওয়া দেশ। তাঁদের চেয়ে ৬ ম্যাচ বেশি খেলবে আয়ারল্যান্ড।

     

    পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির মতে, আইসিসি তাঁদের সাথে ‘অন্যায়’ করেছে, “আইসিসির কোনো সঠিক ব্যবস্থাপনা নেই বলেই পিসিবির সাথে এরকম করা হয়েছে। অনেকদিন ধরেই এটা চলে আসছে। পাকিস্তান র‍্যাকিংয়ের ওপরের দিকে আছে, চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে। তাও আমরা সহযোগী দেশগুলোর চেয়ে কম ম্যাচ পেয়েছি!”