• সিরি আ
  • " />

     

    মেসির সাথে তুলনাই কাল হয়েছে দিবালার!

    মেসির সাথে তুলনাই কাল হয়েছে দিবালার!    

     

    মৌসুমের শুরুতে ছিলেন দুর্দান্ত ফর্মে। সিরি আতে জুভেন্টাসের হয়ে দুটি হ্যাটট্রিক করে এই মৌসুমে বিশেষ কিছুর আভাস দিয়েছিলেন পাউলো দিবালা। অনেকেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তাঁর তুলনা করাও শুরু করেছিলেন। তবে গত দুই মাসে একেবারেই নিষ্প্রভ দিবালা। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলছেন, মেসির সাথে তুলনাই দিবালার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

     

     

     

    শুরুর দিকে গোলের বন্যা বইয়ে দেওয়া দিবালা গত অক্টোবর থেকে লিগে করেছেন মাত্র এক গোল। খারাপ ফর্মের কারণে বেশিরভাগ ম্যাচেই বেঞ্চে বসে থাকত হচ্ছে। আলেগ্রি জানালেন, মেসি- রোনালদোর সাথে তুলনাটাই কাল হয়েছে, “মৌসুমের শুরুতে তাঁকে অনেকের সাথে তুলনা করা হয়েছে। এটা দিবালার জন্য ক্ষতির কারণই হয়েছে। তবে সেও ব্যাপারটা বুঝেছে। ২৪ বছরের একটা ছেলে তো মেসি-রোনালদোর সাথে পাল্লা দিতে পারে না, যারা দুজনে মিলে ১০ টি ব্যালন ডি অর জিতেছেন!”

     

    অন্য কারোর মতো নয়, দিবালা নিজের স্বতন্ত্রতা ধরে রেখেই এগিয়ে যাবেন বলে মানছেন আলেগ্রি, “দিবালাকে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। তাঁর নিজস্ব কৌশল আছে, সে দারুণ একজন ফুটবলার। অন্যদের চেয়ে একদমই আলাদা। এসব তুলনাই সব ঝামেলা পাকিয়েছে। শুধু দিবালা নয়, সমস্যাটা অন্যদের ক্ষেত্রেও। ইতালিতে আধ ঘণ্টা খেলা একজন ফুটবলারের দাম পরের দিনই হয়ে যায় ৪০ মিলিয়ন ইউরো!”

     

    বেঞ্চে বসিয়ে রাখলেও দিবালার সাথে সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও জানান আলেগ্রি, “তিন বছর ধরে সে জুভেন্টাসে আছে। এখনো অনেকদূর যাওয়া বাকি তাঁর। খারাপ ফর্ম কিংবা অন্যকিছু নিয়ে তাঁর সাথে আমার সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। সব আগের মতোই আছে।”