• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    পুরো সিরিজেই চার পেসার খেলাতে চায় আফ্রিকা

    পুরো সিরিজেই চার পেসার খেলাতে চায় আফ্রিকা    

     

    প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপে ছিলেন চারজন পেসার। ডেল স্টেইন, কাগিসো রাবাদা, ভার্নন ফিল্যান্ডার ও মরনে মরকেলদের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা। টেস্টের মাঝপথে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন স্টেইন। আফ্রিকা কোচ ওটিস গিবসন অবশ্য বলছেন, দ্বিতীয় টেস্টেও চার পেসারই খেলাবেন।

     

     

     

     

    গিবসন জানাচ্ছেন, ফাস্ট বোলাররাই তাঁর দলের মূল শক্তি, “ঘরের মাটিতে খেলার সময় আপনাকে নিজের শক্তিটা বুঝতে হবে। এই মুহূর্তে আমাদের দলের প্রধান শক্তি হচ্ছে পেসাররা। আমি ব্যক্তিগতভাবেও এটা পছন্দ করি। প্রথম টেস্টের মতো সিরিজের বাকি টেস্টগুলোতেও চার পেসার খেলিয়ে যেতে চাচ্ছি।”

     

    গতি দিয়ে আবারও ভারতকে কাবু করতে চাইছেন গিবসন, “প্রথম টেস্টে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। ভারতের মতো দলকে হারাতে হলে এটার বিকল্প নেই। গতি দিয়েই তাঁদের হারাতে হবে।”

     

    স্টেইনের অনুপস্থিতিতে চতুর্থ পেসার হিসেবে দলে ঢুকতে পারেন ডুয়ান অলিভিয়ার অথবা লুঙ্গি নিগিদি।