• ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    'সাকিব-তামিমরাই সিরিজে পার্থক্য গড়ে দিচ্ছে'

    'সাকিব-তামিমরাই সিরিজে পার্থক্য গড়ে দিচ্ছে'    

    গত কয়েক মাস ধরেই চলছে তাঁদের দুঃসময়য়। একের পর এক সিরিজ হারে টালমাটাল শ্রীলংকা ত্রিদেশীয় সিরিজেও খুব একটা সুবিধা করতে পারেনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ই পারে তাঁদের ফাইনালে পৌঁছে দিতে। শেষ ম্যাচের আগে দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল  বলছেন, এই সিরিজে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররাই পার্থক্য গড়ে দিয়েছেন।

     

     

     

    ৩ ম্যাচে ২৪৪ রান করে সিরিজের শীর্ষ রানসংগ্রাহক তামিম ইকবাল , সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৯ উইকেট)। ব্যাটে, বলে সবদিকেই সাকিব-তামিমদের থেকে পিছিয়ে আছে বাকি দুই দলের ক্রিকেটাররা। মাশরাফি, রুবেল, মুস্তাফিজের বোলিংও ভালোই ভুগিয়েছে প্রতিপক্ষকে।

     

    অভিজ্ঞ ক্রিকেটার একাদশে থাকার সুফল পেয়েছে বাংলাদেশ, মানছেন চান্ডিমাল, ‘বাংলাদেশ দলটা এখন শক্তিশালী। তাঁদের তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মতো দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে। তারা নিজেদের দায়িত্বটা ভালোভাবেই পালন করছেন, এটাই সিনিয়র সদস্যদের দায়িত্ব। তাঁদের সবাই প্রায় ৮-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এটার সুফল এখন পাচ্ছে বাংলাদেশ।’

     

    ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল শ্রীলংকা। এরপর বাংলাদেশের কাছেও বড় ব্যবধানে হারতে হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল বলেই জানালেন চান্ডিমাল, ‘এরকম টুর্নামেন্টে দুই ম্যাচে হারলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা কঠিন কাজ। নিজেদের আত্মবিশ্বাসটা ধরে রেখে এগোতে হবে। দল হিসেবে এটাই করছি।’