• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলছেন মাহমুদউল্লাহ

    ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলছেন মাহমুদউল্লাহ    

    অভিষেকের অপেক্ষায় ছয়জন ক্রিকেটার, শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে রীতিমত নতুনের হাট বসেছে। তামিম ইকবালের মতো অধিনায়ক মাহমুদউল্লাহও বলছেন, এই ডাক পাওয়াটা তাদের প্রাপ্য। আর নতুনদের জন্য তার পরামর্শ, এই ফরম্যাটকে উপভোগ করতে হবে। 

    ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনাকে উপভোগ করবে। আপনাকে পরিবেশটা উপভোগ করতে হবে। চাপ তো সব সময়ই থাকবে নতুন খেলোয়াড়দের ওপর। বিপিএলে যে পরিবেশ থাকে, সেটার থেকে এটা ভিন্ন। ওই জিনিসগুলো চিন্তা না করে যদি আপনি আপনার কাজটা করেন, ব্যাটিং-বোলিং বা ফিল্ডিং হোক। যে মুহুর্তে যে কাজটুকু করতে যাচ্ছি, সেই কাজটুকু ঠিক মতো করতে পারলেই যথেষ্ট। সব মিলিয়ে তাহলে ভাল ফল আসবে।’ 

     

     

    মাহমুদউল্লাহ বলছেন ভয়ডরহীন ক্রিকেট খেলতেও, ‘নতুন ক্রিকেটারদের কথাই যদি বলেন, সবারই বেশ প্রাপ্য এটা। টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত। ব্যর্থতা নিয়ে যদি চিন্তা করেন টি-টোয়েন্টিতে, সাফল্যের পরিমাণটাও কমে যাবে। এটা কাটাতে পারলে ভাল কিছু করা সম্ভব। আমাদের দলের যারা আছি- সবাইকেই ওই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছি যে, ভয় বা ব্যর্থতার কথা চিন্তা না করে ইতিবাচকভাবে ভালো খেলার চিন্তায় আছি।’

    ‘টি-টোয়েন্টি ক্রিকেটে মূল জিনিসটি হলো টেকটিক্যাল বিষয়গুলো ধরা। কোনো ব্যাটসম্যান কোনও নির্দিষ্ট সময়ে কী খেলতে যাচ্ছে সেটা চিন্তা করা। একটা বোলার কী চিন্তা করছেন সেটা ঠিক করা। এগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলে, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওই জিনিসগুলো প্রকাশ করা। ওই জিনিসগুলো আমরা সঠিকভাবে আমাদের দক্ষতা কাজে লাগিয়ে যদি করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা ভালো করবো।’

    ডট বলের সংখ্যা কমিয়ে স্ট্রাইক বদলানোর দিকেও মনযোগ দিতে বলছেন তিনি, ‘টি-টোয়েন্টিতে ডট বলের শতকরা অনেক বেশি প্রভাব ফেলে। যত কম ডট বলের শতকরা হার, ওই ডট বলগুলো যদি সিঙ্গেল বা স্ট্রাইক বদলানোর দিকে মনোযোগ দিতে পারি, তাহলে আমার মনে হয় অনেক ভাল হবে।’