• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'মেসি-ইনিয়েস্তার বিপক্ষে ভুলের মাশুল দিয়েছে চেলসি'

    'মেসি-ইনিয়েস্তার বিপক্ষে ভুলের মাশুল দিয়েছে চেলসি'    

    ৮ দেখায় গোল ছিল না একটিও। চেলসির বিপক্ষে ম্যাচ মানেই যেন লিওনেল মেসির একরাশ হতাশা। ম্যাচের আগে সেই মেসিকে ঠেকাতেই ‘নিখুঁত ফুটবল’ খেলার কথা জানিয়েছিলেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। অবশেষে ঘুচল সেই অপ্রাপ্তি। ৭৫ মিনিট পর্যন্ত মোটামুটি নিখুঁত ফুটবল খেললেও শেষ পর্যন্ত মেসির গোলেই ড্র হয়েছে ম্যাচ। কন্তে স্বীকার করলেন, মেসির বিপক্ষে রক্ষণের সামান্য ভুলই কাল হয়েছে চেলসির জন্য।

    পুরো ম্যাচে মেসিকে ভালোভাবেই সামলেছে চেলসি রক্ষণভাগ। শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে আন্দ্রেস ইনিয়েস্তার দারুণ এক পাসে ভাঙ্গে প্রতিরোধ, মেসিও খোলেন চেলসি গেরো। এমন ড্রয়ে তাই হতাশ কন্তে, ‘আমরা নিখুঁত ফুটবলের খুব কাছেই ছিলাম। একটা ভুল করেছি, সেটারই মাশুল দিতে হচ্ছে। আসলে মেসি, ইনিয়েস্তার মতো ফুটবলারদের বিপক্ষে একটা ভুল করলেই শেষ। ম্যাচের অধিকাংশ সময় যেভাবে খেলেছি, ফলাফল নিয়ে তাই কিছুটা হতাশ আমরা।’

     

     

    এদিকে চেলসি মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসমনে করেন, ফিরতি লেগে আক্রমণাত্মক ফুটবলের বিকল্প নেই চেলসির সামনে, ‘বার্সেলোনার মাঠে রক্ষণাত্মক ফুটবল খেলা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ক্যাম্প ন্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়! আক্রমণাত্মক ফুটবল খেলা ছাড়া অন্য কিছু মাথাতেই আনা যাবে না। আজকে আমরা দারুণ খেলেছি, জয় না পাওয়ায় খুব বেশি হতাশ।’

    ১৪ মার্চ দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা-চেলসি।