• লা লিগা
  • " />

     

    সমর্থকেরা ইব্রা চেয়েছিল, আমি তাদের ইব্রা দিয়েছি

    সমর্থকেরা ইব্রা চেয়েছিল, আমি তাদের ইব্রা দিয়েছি    

    লস অ্যাঞ্জেলসে গত কয়েকদিন ধরেই একরকম উৎসব লেগেছিল। ডার্বি ম্যাচ, তার ওপর শহরে আসছেন ইব্রাহিমোভিচ। চুক্তিটা হওয়ার পর থেকেই এলএ গ্যালাক্সি সমর্থেরা অপেক্ষা ছিলেন। যাকে দেখতে কাল মাঠে হাজির হয়েছিলেন সমর্থকেরা তিনি অবশ্য শুরুর একাদশে ছিলেন না। নেমেছিলেন ৭১ মিনিটে। এরপর তো বদলে দিয়েছেন পুর ম্যাচের চেহারা। এ যেন হলিউডের পান্ডুলিপি। হারতে বসা ম্যাচটা ইব্রাহিমোভিচ জোড়া গোল করে জিতিয়ে ফিরেছেন দলকে। ম্যাচ শেষে তাই  উচ্ছ্বসিত ইব্রাহিমোভিচও, সমর্থকেরা যা চেয়েছিলেন তাদের সেটা দিতে পেরে আরও খুশি তিনি। 

    "আপনি যদি একটু পেছন ফিরে তাকান তাহলেই দেখতে পাবেন, আমি আসলে নিজের প্রথম ম্যাচে গোল করেই থাকি! সেটা আজ থামাব কেন! আমি মাঠে নামার অপেক্ষা করছিলাম শুধু। কারণ আপনি যখন ৩-০ তে পিছিয়ে থাকেন তখন অ্যাড্রোনালিন আরও বেশি প্রবাহিত হতে থাকে, কারণ আপনি আপনার দলের কঠিন সময়ে কিছু করে দেখাতে চান।" - ম্যাচ শেষে নিজের কীর্তির ব্যাখ্যা দিয়েছেন ইব্রা নিজেই।



    "সমর্থকেরা জালাতান চেয়েছিল, আমি তাদেরকে জালাতান দিয়েছি"

    "আমি সবসময়ই বলেছি প্রথম গোলটার মতো কিছু করা কঠিন। গোলটাকে আপনি ব্যাখা করতে পারবেন না কোনোভাবেই। আপনার নিজেকে পরখ করে দেখতে হবে, আমি এটা আগেও বহুবার করেছি। আমি যেখানেই গিয়েছি, সমর্থেকরা আমার জন্য পাগল হয়ে গেছে। আমি এখানে আসার আগেই বলেছিলাম গ্যালাক্সি সমর্থকেরা আমার কাজ উপভোগ করবে।"

    মাঠে নেমেই অবিশ্বাস্য কিছু করে ফেলাটা অবশ্য ইব্রাহিমোভিচের মজ্জাগত স্বভাব। কিন্তু এবারের কাজটা আগের যে কোনোবারের চেয়ে কঠিন ছিল আরও। ইব্রা নিজেও স্বীকার করেছেন সেটা, "২০ মিনিট খেলেই আমার কাছে মনে হয়েছে আমি ৪০টা ম্যাচ খেলে ফেলেছি! সবকিছুই ছিল- জেটল্যাগ, ক্লান্তি আর আমি অনেকদিন ধরেও খেলার বাইরে। প্রথম দৌড়টা দেওয়ার পরই আমি হাপিয়ে উঠেছিলাম। পরেরবার তাই যখন বল পেলাম আর দৌড়ানোর চিন্তা না করে সেখান থেকেই শট করলাম।"-  প্রথম গোলের প্রসঙ্গে ইব্রাহিমোভিচ।