• সিরি আ
  • " />

     

    কিক অফের আগেঃ সিরি আ আরও জমিয়ে তুলবে নাপোলি?

    কিক অফের আগেঃ সিরি আ আরও জমিয়ে তুলবে নাপোলি?    

    ইউরোপের অন্য শীর্ষ লিগগুলোতে শিরোপা দৌড় শেষ হয়ে গেছে অনেক আগেই। এক সিরি আতেই এখনো নিষ্পত্তি হয়নি ট্রফিটা উঠবে কার ঘরে। ‘মিউজিক্যাল চেয়ার’ হয়ে ওঠা শিরোপা দৌড়ে জুভেন্টাস ও নাপোলির লড়াই চলছে সমানে সমান। আজ লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই দল। জুভেন্টাস কি পারবে নাপোলিকে হারিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত করতে? নাকি প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে এনে লিগ আরও জমিয়ে তুলবে নাপোলি?

     

     

    ম্যাচ বাকি ৫, পয়েন্টের ব্যবধান মাত্র ৪। ইন্টার, এসি মিলান, রোমার চেয়ে পয়েন্টের দিক থেকে যোজন যোজন এগিয়ে দুই দল। জুভেন্টাস ও নাপোলির মাঝেই মৌসুমের শুরু থেকে মূলত শিরোপার লড়াইটা চলছে।

    শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই নাপোলির। সাম্প্রতিক ইতিহাস অবশ্য তাদের পক্ষে নেই। মৌসুমের প্রথম দেখায় নিজেদের মাঠে নাপোলি ছেড়ে আসা গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে হেরেছিল তারা। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৯ দেখায় এগিয়ে আগে তুরিনের বুড়িরাই, জিতেছে ৬ টিতে।

    ইতিহাসের পাশাপাশি নাপোলি কোচ মাউরিজিও সারির দুশ্চিন্তা দলের স্কোয়াড নিয়েও। ইনজুরির কারণে আজও খেলতে পারছেন না লেফটব্যাক ফাওজি গোলাম। জুভেন্টাসের অবশ্য ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে না, ফিট আছেন দলের প্রায় সবাই।

    গত সপ্তাহে ক্রটনের সাথে অপ্রত্যাশিতভাবে ড্র করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে জুভরা। তাদের ড্রয়ের রাতে বড় জয় নিয়ে জুভেন্টাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। আজ নাপোলি জিতলে দুই দলের ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্ট। শেষ ৪ ম্যাচে যে যেকোনো কিছুই হতে পারে, সেটা জিয়ানলুইজি বুফনরা হয়ত ভালোমতোই জানেন।

    তুরিনে আজ বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল। জুভেন্টাসের সামনে টানা ষষ্ঠ লিগ শিরোপার নিশ্চিতের হাতছানি। অন্যদিকে ২৮ বছরের শিরোপা খরা ঘোচাতে আজ দুর্দান্ত এক জয় তুলে নিতে প্রত্যয়ী নাপোলি।